সংসদ নির্বাচনে লড়তে ইসলামী যুব আন্দোলনের ৯ জনের মনোনয়ন চূড়ান্ত 

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৯:০৫
ছবি : বাসস

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নয়জন নেতা। 

যুব সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের এ নয়জন মনোনীত প্রার্থী নিজ নিজ এলাকায় গণসংযোগ জোরদার করছেন এবং স্থানীয় জনগণের সমস্যাবলি ও উন্নয়ন প্রত্যাশাকে সামনে রেখে প্রচারণা শুরু করেছেন। 

নির্বাচনে মনোনীত নয় নেতা ও তাদের আসন হলো- ১. ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ, কেন্দ্রীয় সহসভাপতি গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া)। ২. মুফতি মানসুর আহমদ সাকী, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ)। ৩. মুফতি আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় প্রচার সম্পাদক পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা)। ৪. মাওলানা এস এম আজিজুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদর আংশিক)।

৫. মুফতি আহমাদ আব্দুল জলিল, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর আংশিক)। ৬. এডভোকেট বায়েজিদ হোসাইন, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া)। ৭. মুফতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জামালপুর-৩ (মেলান্দহ ও মাদারগঞ্জ)। ৮. সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য ও গাইবান্ধা জেলা সভাপতি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ)।

৯. মাওলানা আনোয়ার হোসেন ফরিদী, কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য ও পাবনা জেলা পশ্চিম সভাপতি পাবনা-৪ (আটঘরিয়া ও ঈশ্বরদী)। 

ইসলামী যুব আন্দোলন ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছিল বলে উল্লেখ করে নেতারা জানান, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তারা ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং তৃণমূলে জনগণের আস্থা অর্জনের প্রত্যাশা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রয়টার্স মন্তব্য করেনি এমন বিষয়ে বিভ্রান্তি ও অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
কেজিডিসিএল ব্যবস্থাপকসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সিরাজগঞ্জে রোপা আমনের বাম্পার ফলন 
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় আগামীকাল
বাংলাদেশের প্রথম পরাজয়
ভারতের আন্তর্জাতিক মাস্টার আরিয়ান এককভাবে শীর্ষে
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু 
শততম টেস্টে মুশফিককে সম্মাননা জানালেন ক্রীড়া উপদেষ্টা
কিশোর হত্যা মামলার রহস্য ৩০ ঘণ্টায় উদ্‌ঘাটন, গ্রেফতার ৪
অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওইপি’র যাত্রা শুরু
১০