তারেক রহমানের জন্মদিন উপলক্ষে প্রবীণদের দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৬:৫৩

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে প্রবীণদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল, প্রতিবন্ধী ও অসহায়দের বৃদ্ধাশ্রম ‘আপন নিবাস’-এ ‘রক্তস্পন্দন’ সংগঠন কর্তৃক প্রেরিত ফল উৎসবে প্রবীণদের মাঝখানে যেন আজ এক অন্যরকম আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

এসময় ছিন্নমূল প্রবীণরা ফল আহার করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।

বৃদ্ধাশ্রমের এই দোয়া মাহফিলের এক পর্যায়ে অনেক প্রবীণের চোখ ছলছল করে ওঠে, কেউ স্মরণ করেন শহীদ জিয়াউর রহমানের উন্নয়নধর্মী রাষ্ট্রচিন্তা, কেউ বলেন বেগম খালেদা জিয়া’র মানবিক ও দৃঢ় নেতৃত্বের কথা। দেশের প্রতি তাদের অবদান, সংগ্রাম আর ত্যাগের স্মৃতি যেন মুহূর্তেই পরিবেশ আবেগঘন করে তোলে।

গত ২০ নভেম্বর তারেক রহমানের ৬১তম জন্মদিনকে কেন্দ্র করে সামাজিক সংগঠন ‘রক্তস্পন্দন’ ছিন্নমূল মানুষ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, পথশিশু, অসহায় নারী ও প্রবীণদের সঙ্গে এক হৃদয়স্পর্শী মিলনমেলার আয়োজন করে ঢাকার দক্ষিণখানে ‘আপন নিবাস’-এর বৃদ্ধাশ্রমে। ফল উৎসবের পাশাপাশি প্রবীণদের শারীরিক চিকিৎসার খোঁজ-খবর নেওয়া, তাদের সঙ্গে কথা বলা এবং মানবিক বন্ধনে একত্রিত হওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য দৃষ্টান্ত।

আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘রক্তস্পন্দন’-এর চীফ কো-অর্ডিনেটর ও ড্যাব যুগ্ম-মহাসচিব ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু। তিনি বলেন, ‘এই উদ্যোগ মানবতার প্রকৃত উদাহরণ, সামাজিক দায়বদ্ধতার এমন প্রয়াস আমাদের সমাজকে আরো কোমল, আরো সহানুভূতিশীল করে তোলে।’

সমগ্র আয়োজনের নেতৃত্ব দেন— ‘রক্তস্পন্দন’-এর ডেপুটি কো-অর্ডিনেটর ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম. এ. তাইফুল হক। উপস্থিত ছিলেন— ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ আনোয়ার হোসেইন, ‘রক্তস্পন্দন’-এর সক্রিয় সদস্য ডা. এ. কে. এম. মোস্তাফিজুর রহমান ইসমাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পন্টিংয়ের কীর্তিতে ভাগ বসালেন মুশফিক
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস
হেডের দূরন্ত সেঞ্চুরিতে দুইদিনে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৩ জন
মাগুরায় বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু 
বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বের মৎস্য চাষিরা উদ্বিগ্ন : মৎস্য উপদেষ্টা
খুলনায় যানজট নিরসনে পুলিশের অনন্য উদ্যোগ
শেরপুরে হাজংদের ‘নয়া খাওয়া’ উৎসব উদযাপন
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
১০