দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছেন : সেলিমা রহমান

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ২২:০০
ছবি : বাসস

বগুড়া, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছে। 

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করে নারী শিক্ষার পথ সুগম করেছিলেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঘোষিত ৩১ দফার মধ্যেই নারীর ক্ষমতায়নের স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। 

আজ সোমবার বিকেলে বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের ব্যবস্থাপনায় নন্দীগ্রাম মনছুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত ‘সমাজে নারী ও শিশুর অগ্রাধিকার’ শীর্ষক নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, একটি দেশের অর্থনীতির চাকা নারীর অংশগ্রহণ ছাড়া পূর্ণতা পায় না। বিএনপি বিশ্বাস করে নারী এগোলে দেশ এগোবে। তাই দেশব্যাপী নারীকে স্বাবলম্বী করতে বিএনপি আবারও রাষ্ট্রনায়কোচিত ভূমিকা নিতে প্রস্তুত। 

অনুষ্ঠানে নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড চালু করবে, যার মাধ্যমে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপণ্য পাওয়া যাবে। মানুষের ওপর বাড়তি চাপ কমানোই আমাদের লক্ষ্য। 

তিনি আরও বলেন, বিএনপি দেশব্যাপী বেকারত্ব দূরীকরণ, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা, অবকাঠামো উন্নয়ন এবং বগুড়াসহ সারাদেশের সার্বিক উন্নয়নের রূপরেখা নিয়ে এগোচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়ন।

অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দীন নাইন, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক মো. শফিউল আলম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অধ্যাপক ইউনূসের সাথে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রধান হুমা খানের বিদায়ী সাক্ষাৎ
দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছেন : সেলিমা রহমান
সুপ্রশিক্ষিত আইনজীবী কার্যকর বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ : প্রধান বিচারপতি
দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে : জোনায়েদ সাকি
শেওড়াপাড়া মেট্রো স্টেশনে ৮ কেজি গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেফতার
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় 
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম
খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ইসলামী ঐক্যজোটের দোয়া মাহফিল
বিএনপি ক্ষমতায় গেলে সংবাদমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নেবে হবে: মির্জা ফখরুল 
সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি : সমাজকল্যাণ উপদেষ্টা
১০