ইকুয়েডরের পুরোনো হত্যাকাণ্ডের ভিডিওকে বর্তমান সরকারের ঘটনা দাবি: বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ আপডেট: : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫
ছবি : বাংলাফ্যাক্ট

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইকুয়েডরের এক নিরাপত্তারক্ষী হত্যার ভিডিওকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কার ঘটনা বলে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দাবি করা হচ্ছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলে একজনকে গুলি করে মোটরসাইকেলে পালিয়েছে দুর্বৃত্তরা।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ইকুয়েডরের গুয়াকিল শহরের। ২০২৪ সালে সেখানে এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করা হয়। ভিডিওটি সেই ঘটনার।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

বাংলাদেশে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতেই তারা কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু হয়েছে : পরিবেশ উপদেষ্টা
আজ ভোলা হানাদার মুক্ত দিবস
পরিবেশ অধিদপ্তরকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
১৫৯ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা নিশ্চিত করেছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা
ডিসেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহ ২২.৬ শতাংশ বৃদ্ধি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ
রাজশাহীতে ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৭ জন 
প্রাথমিকের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেডে উন্নীত
দারিদ্র্য বিমোচনে পদ্ধতিগত দুর্বলতা কাটাতে হবে : অর্থ উপদেষ্টা
১০