মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নির্বাচিত ২৫ এজেন্সির ভুয়া তালিকা শনাক্ত : ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:০৬ আপডেট: : ১০ ডিসেম্বর ২০২৫, ০১:০৮

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নির্বাচিত ২৫টি এজেন্সির নামে ভুয়া তালিকা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ বলছে, বিষয়টি সম্পূর্ণ ভুয়া। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নির্বাচিত ২৫টি এজেন্সির ভুয়া তালিকা ভাইরাল হয়েছে।

ফ্যাক্টওয়াচ-এর পেইজে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ছড়াচ্ছে; যেখানে দাবি করা হচ্ছে— মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় ২৫টি রিক্রুটিং এজেন্সিকে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচন করেছে এবং একটি অনুমোদনপত্র প্রকাশ করেছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দাবিটি মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে শনাক্ত হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত থেকে পরিচালিত অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু হয়েছে : পরিবেশ উপদেষ্টা
আজ ভোলা হানাদার মুক্ত দিবস
পরিবেশ অধিদপ্তরকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
১৫৯ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা নিশ্চিত করেছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা
ডিসেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহ ২২.৬ শতাংশ বৃদ্ধি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ
রাজশাহীতে ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৭ জন 
প্রাথমিকের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেডে উন্নীত
দারিদ্র্য বিমোচনে পদ্ধতিগত দুর্বলতা কাটাতে হবে : অর্থ উপদেষ্টা
১০