বাসস
  ৩১ জুলাই ২০২৩, ১৪:৪১

সিঙ্গাপুরে প্রীতি ম্যাচে লিস্টারকে ৪-০ গোলে পরাজিত করেছে লিভারপুল

সিঙ্গাপুর, ৩১ জুলাই ২০২৩ (বাসস/এএফপি) : রোববার সিঙ্গাপুরে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ইংলিশ প্রতিদ্বন্দ্বী লিস্টার সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রস্তুতিটা দারুনভাবে সেরে নিয়েছে লিভারপুল।
ডারউইন নুনেজ, ববি ক্লার্ক ও দিয়েগো জোতার আট মিনিটের ব্যবধানের গোলে ৩৮ মিনিটেই ৩-০ গোলে লিড পায় লিভারপুল। বিরতিতে যাবার আগে তাই জার্গেন ক্লপের দল ছিল অনেকটাই নির্ভার। ৬৪ মিনিটে বেন ডোকের গোলে জয়ের ব্যবধান বাড়ে। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে দুই ইংলিশ দলের ম্যাচ দেখতে সমর্থকদের মধ্যে বেশ সাড়া পড়েছিল।
চেলসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিভারপুলের প্রিমিয়ার লিগ শুরুর আর মাত্র দুই সপ্তাহ বাকি আছে। তার আগে প্রস্তুতি ম্যাচে দলের বড় এই জয় স্বাভাবিক ভাবেই ক্লপবে সন্তুষ্টি এনে দিয়েছে। ম্যাচ শেষে ক্লপ বলেছেন, ‘আজকের ম্যাচে আমাদের বেশ কিছু ভাল মুহূর্ত এসেছে। কিন্তু আমরা আরো ভাল খেলতে পারতাম। তারপরও যেভাবে ম্যাচ এগিয়েছে তাতে আমি দারুন খুশী। ফলাফলও ভাল ছিল, কেউই ইনজুরিতে পড়েনি। স্টেডিয়ামের পরিবেশ ছিল অত্যন্ত ভাল। সে কারনেই প্রাক-মৌসুমে এমন একটি ম্যাচ খেলতে পেরে দলের সবাই দারুন খুশী। নি:সন্দেহে এই ম্যাচ পুরো দলকে আত্মবিশ^াস যোগাবে। ’
আগামী বুধবার সিঙ্গাপুরে প্রাক-মৌসুম আরেক প্রীতি ম্যাচে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মোকাবেলা করবে লিভারপুল।
অন্যদিকে গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়ে যাওয়া লিস্টার ইংল্যান্ডের ফিরে গিয়ে রোববার থেকে শুরু হওয়া চ্যাম্পিয়নশীপে কভেন্ট্রি সিটির বিরুদ্ধে মাঠে নামবে।
কাল ম্যাচের ৯ মিনিটে প্রথম বড় সুযোগটা পেয়েছিল লিস্টার। ক্যাসে ম্যাকাটির থ্রু বলে লিভারপুলের রক্ষনভাগের পিছনে থাকা উইলফ্রিড  এনডিডি সুযোগ পেয়েছিলেন। কিন্তু এই নাইজেরিয়ান মিডফিল্ডারের শটটি গোলরক্ষক কাওমিহিন কেলেহারকে পরাস্ত করতে পারেনি। কিছুক্ষন পরে নুনেজের প্রথম গোলটি অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। জোতার লো ক্রস থেকে মোহাম্মদ সালাহর শট লিস্টার গোলরক্ষক ম্যাডস হারমানসেন দারুন দক্ষতায় কর্ণারের সাহায্যে রক্ষা করেন। কিন্তু শেষ পর্যন্ত ৩০ মিনিটে লিভারপুল সফল হয়। জোতার শক্তিশালী একটি শট রুখে দেন হারমানসেন। কিন্তু ফিরতি বলে নুনেজ লিভারপুলকে এগিয়ে দেন। পাঁচ মিনিট পর সালাহর এ্যাসিস্টে ১৮ বছর বয়সী ক্লার্ক ডান পায়ের কোনাকুনি শটে হারমানসেনকে পরাস্ত করলে ব্যবধান দ্বিগুন হয়। তিন মিনিট পর লিভারপুলের তৃতীয় গোলটিতেও সালাহর অবদান ছিল। মিশরীয় এই স্ট্রাইকারের বাড়ানো পাসে জোতার হেডে ৩৮ মিনিটে ব্যবধান ৩-০’তে নিয়ে যায় রেডরা।
বিরতির পর লিভারপুল ১০জন খেলোয়াড় পরিবর্তন করে পুরো নতুন সেট মাঠে নামায়। কিন্তু তারপরও বলের বেশীরভাগ পজিশন তাদের দখলেই ছিল। ৬৪ মিনিটে সেট পিস থেকে ব্যবধান বাড়ায় ক্লপের শিষ্যরা। ডোমিনিক সোবোসলাইয়ের কর্ণার থেকে জোয়েল মাটিপের ফ্লিকে ডোক বল জালে জড়ান।
ম্যাচের শেষভাগে প্যাটসন ডাকার শট লাইনের উপর থেকে ব্লক করেন জারেল কোয়ানসাহ। যে কারনে লিস্টারের সান্তনার গোল পাওয়া হয়নি। বিপরীতে কলম্বিয়ান এ্যাটাকার লুইস দিয়াজের দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রথমটি অফসাইডের কারনে বাতিল হবার পর দ্বিতীয় শটটি রুখে দেন হারমানসেন।