বাসস
  ৩০ অক্টোবর ২০২৩, ১৮:০৩

নারী ওয়ানডে দলে ডাক পেয়েছেন সুমাইয়া-নিশিতা

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৩ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
দলে দুই নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ১৫ বছর বয়সী সুমাইয়া আক্তার এবং ১৮ বছর বয়সী নিশিতা আক্তার নিশি।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে ১-১এ ড্র করা সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ লতা মন্ডল।
ঢাকায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৪, ৭ ও ১০ নভেম্বর। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিট শুরু হবে সিরিজের সবগুলো ম্যাচ।
এর আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, ঝর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মাগলা, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, সুলতানা খাতুন (ফিটনেস সাপেক্ষে)
স্ট্যান্ড বাই : সালমা খাতুন, শরিফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা।