খুলনাকে ১৮৩ রানের টার্গেট দিলো সিলেট

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৬:১৭ আপডেট: : ১২ জানুয়ারি ২০২৫, ১৮:৪১

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সকে জয়ের জন্য ১৮৩ রানের টার্গেট দিলো সিলেট স্ট্রাইকার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। স্কোর বোর্ডে ১৫ রান উঠতেই ২ উইকেট হারায় সিলেট। রাকিম কর্নওয়াল ৪ ও জর্জ মুনসি ২ রানে ফিরেন।

শুরুর চাপে পাওয়ার প্লেতে মাত্র ২১ রান সংগ্রহ করে সিলেট। পাওয়ার প্লে শেষ হবার পর রানের গতি বাড়ান সিলেটের আরেক ওপেনার রনি তালুকদার ও উইকেটরক্ষক জাকির হাসান। এতে ১০ ওভার শেষে ৬৫ রান পায় সিলেট। ১৩তম ওভারে দলের রান ১’শতে নিয়ে যান রনি ও জাকির।

ছক্কা মেরে ২৯তম বলে টি-টোয়েন্টিতে নবম হাফ-সেঞ্চুরি করেন জাকির। অন্যদিকে চার মেরে ৩৯ বলে ১৩তম হাফ-সেঞ্চুরির দেখা পান রনি।

১৫তম ওভারে রনিকে শিকার করে খুলনাকে ব্রেক-থ্রু এনে দেন খুলনার পেসার আবু হায়দার। ৫টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৫৬ রান করেন রনি। তৃতীয় উইকেটে জাকিরের সাথে ৬২ বলে ১০৬ রানের জুটি গড়েন রনি।

দলীয় ১২১ রানে রনি ফেরার পর অ্যারন জোন্সকে নিয়ে ১১ বলে ২৯ এবং অধিনায়ক আরিফুল হকের সাথে ২২ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জাকির। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় সিলেট।

জাকির ৪৬ বলে ৩টি চার ও ৬টি ছক্কার সহায়তায় অপরাজিত ৭৫ রান করেন। ৩টি ছক্কায় জোন্স ২০ এবং ১টি করে চার-ছক্কায় ১৩ বলে অনবদ্য ২১ রান করেন আরিফুল।
আবু হায়দার ও জিয়াউর রহমান ২টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০