অভিজ্ঞদের নিয়েই নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৬:৪২

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে এবং লুকি ফার্গুসনদের মত অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেটসি)।

সদ্য শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না উইলিয়ামসন, কনওয়ে ও ফার্গুসন। তিনজনই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত ছিলেন। দুই ব্যাটার উইলিয়ামসন ও কনওয়ে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টিতে এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছেন ফার্গুসন।

আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে নিউজিল্যান্ড দলে ফিরছেন পেসার বেন সিয়ার্স। হাঁটুর ইনজুরির কারণে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি সিয়ার্স। লংকানদের বিপক্ষে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিলো নিউজিল্যান্ড।

সিয়ার্সের মত প্রথমবারের বড়দের আইসিসি ইভেন্টে খেলবেন পেসার উইল ও’রুর্ক এবং ন্যাথান স্মিথ।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলকে অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ বলছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। তাই দল নির্বাচনের জন্য চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিলো আমাদের।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন গত ডিসেম্বরে সাদা বলের ফরম্যাটে অধিনায়ক নির্বাচিত হওয়া স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এই প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন তিনি।

২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা তিনজন এবারের নিউজিল্যান্ড দলে আছেন। তারা হলেন- উইলিয়ামসন, টম ল্যাথাম ও স্যান্টনার।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম দিন করাচিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এরপর ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে খেলতে নামবে কিউইরা। ঐ ম্যাচটি দু’টি অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২৪ ফেব্রুয়ারি ও ২ মার্চ।

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, ন্যাথান স্মিথ,  ম্যাট হেনরি, লকি ফার্গুসন, বেন সিয়ার্স, উইল ও’রুর্ক।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০