বাসস
  ০৩ নভেম্বর ২০২৩, ১৬:০৫

ক্রিকেট সাফল্য ‘রকেট বিজ্ঞান নয়’-বললেন সামি

মুম্বাই, ৩ নভেম্বর ২০২৩ (বাসস/এএফপি) : ক্রিকেটকে ‘রকেট বিজ্ঞান’ হিসেবে মানতে রাজি নন ভারতীয় পেসার মোহাম্মদ সামি।  বিশ্বকাপে  গতকাল শ্রীলংকার বিপক্ষে  ৩০২ রানে জয়ী ম্যাচে দারুন নৈপুন্য প্রদর্শন করে  টুর্নামেন্ট  ইতিহাসে  দলের সফল বোলার ভারতের সামি বলেছেন ‘এটা রকেট বিজ্ঞান নয়।’ 
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন সামি। এই ইনিংসের মাধ্যমে দলের সাবেক পেসার  জহির খান ও জাভাগাল শ্রীনাথের যৌথভাবে ৪৪ উইকেট শিকারের মাইলফলক ছাড়িয়ে যান তিনি। বিশ্বকাপ ইতিহাসে  সর্বোচ্চ ৪৫ উইকেট নিয়ে  এখন ভারতের সেরা বোলার সামি।  গতকালের  ম্যাচে লংকানদের ইনিংস মাত্র ৫৫ রানে গুটিয়ে দেয়ার বাকী কাজটুকু সেরেছেন জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। গতকালের জয়ে  সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে এখনো পর্যন্ত অপরাজিত থাকা স্বাগতিক ভারত।
চলমান ২০২৩ বিশ^কাপে মাত্র তিন ম্যাচ থেকে ১৪ উইকেট নেয়া সামিকে এই সাফল্যের  গোপন রহস্য কি প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন,‘ এটি ‘রকেট বিজ্ঞান নয়’। এটি শুধুমাত্র ছন্দের ব্যাপার। আপনার মনকে শান্ত রাখুন । ভালো খাবার এবং মানুষের ভালোবাসা খুবই গুরুত্বপুর্ন।
ভারতে আমরা যে পরিমান জনসমর্থন পেয়েছি তা অনেক বড়  ভুমিকা রেখেছে। দেশের বাইরে গেলেও আপনি ভারতীয়দের সমর্থন পাবেন। সুতরাং আমি সবাইকে খুশি রাখার এই চেস্টা অব্যাহত রাখতে চাই।’
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষেও ৫৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন সামি। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ২২ রানে তুলে নিয়েছেন ৪ উইকেট। সামি বলেন,‘ আমরা কঠোর পরিশ্রম করেছি, ছন্দ খুঁজে পেয়েছি এবং এ কারণেই আপনি মাঠে এই ঝড় দেখতে পাচ্ছেন।’
আমার মনে হয়না কেউ এটি উপভোগ করেনি। আমরা নিজেরাও অনেক উপভোগ করছি এবং একটি ইউনিট হিসাবে একসাথে কাজ করছি। এর ফলাফল আপনি দেখতে পাচ্ছেন’।