বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৬

সোয়ার্ট-বার্গের দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকার লড়াই

হ্যামিলন্টন, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস/ওয়েবসাইট) : ১৫০ রানে ৬ উইকেট পতনে দ্রুতই  গুটিয়ে যাবার শঙ্কায় পরার পর রুয়ান ডি সোয়ার্ট ও অভিষিক্ত শন ফন বার্গের ব্যাটিং দৃঢ়তায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভালোভাবেই শেষ করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ৮৯ ওভারে ৬ উইকেটে ২২০ রান করেছে প্রোটিয়ারা। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি গড়েন সোয়ার্ট-বার্গ। সোয়ার্ট ৫৫ ও বার্গ ৩৪ রানে অপরাজিত আছেন।
হ্যামিলন্টনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারে পেসার ম্যাট হেনরির বলে ডাক মারেন ক্লাইড ফরটুইন। দ্বিতীয় উইকেটে ৩৬ রানের জুটি গড়েন অধিনায়ক নিল ব্র্যান্ড ও রেনার্ড ফন টন্ডার। ব্যক্তিগত ২৫ রানে নিউজিল্যান্ডের অভিষিক্ত পেসার উইল ও’রুকের বলে লেগ বিফোর আউট হন ব্র্যান্ড।
টন্ডারকে ব্যক্তিগত ৩২ রানে আউট করেন পেসার নিল ওয়াগনার। এতে ৬৩ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
তিন পেসারের পর দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারকে চাপে ফেলেন স্পিনার রাচিন রবীন্দ্র। জুবায়ের হামজাকে ২০, ডেভিড বেডিংহামকে ৩৯ ও কিগান পিটারসেনকে ২ রানে আউট করেন রাচিন। ১৫০ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে প্রথম দিনই গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সপ্তম উইকেটে নিউজিল্যান্ড বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন সোয়ার্ট ও বার্গ।
১৬২ বল খেলে অবিচ্ছিন্ন ৭০ রান যোগ করেন সোয়ার্ট ও বার্গ। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ন করে  ৯টি চারে ১৩৫ বলে ৫৫ রানে অপরাজিত আছেন সোয়ার্ট। ৬টি বাউন্ডারিতে ৮২ বলে অপরাজিত ৩৪ অপরাজিত আছেন  বার্গ। নিউজিল্যান্ডের রাচিন ৩৩ রানে ৩ উইকেট নেন।
প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। এই টেস্ট ড্র বা জিতলে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জিতবে নিউজিল্যান্ড।