ডিসেম্বরের সেরা বুমরাহ

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২০:০৪

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে ডিসেম্বরের সেরা হয়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। সেরা হবার পথে দুই পেসার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার ডেন প্যাটারসনকে পেছনে ফেলেছেন বুমরাহ।

আজ গত মাসের পুরুষ ও নারী বিভাগে সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ডিসেম্বরে তিনটি টেস্ট খেলেছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐ তিন টেস্টে ১৪.২২ গড়ে ২২ উইকেট নিয়েছেন তিনি।

ব্রিসবেন ও মেলবোর্ন টেস্টে চার ইনিংসের মধ্যে দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছিলেন বুমরাহ। ব্রিসবেনের প্রথম ইনিংসে ৭৬ রানে ৬টি এবং মেলবোর্নে ৫৭ রানে ৫ উইকেট নেন তিনি।

পাঁচ ম্যাচের পুরো টেস্ট সিরিজে ৩২ উইকেট নিয়েছেন বুমরাহ। সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি।

বুমরাহর রেকর্ড গড়া সিরিজ ৩-১ ব্যবধানে হারে ভারত। পার্থে সিরিজের প্রথম টেস্টে বুমরাহর হাত ধরেই একমাত্র জয় পেয়েছিলো ভারত। তার ৯ উইকেট শিকারে ২৯৫ রানে জয় পেয়েছিলো টিম ইন্ডিয়া। ঐ টেস্টে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে দলকে নেতৃত্বও দিয়েছিলেন বুমরাহ।   

অসাধারণ পারফরমেন্সের সুবাদে দ্বিতীয়বারের মত আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়েছেন বুমরাহ। ২০২৪ সালের জুন মাসে প্রথমবার সেরা খেলোয়াড় হয়েছিলেন বুমরাহ।

নারীদের বিভাগে মেয়েদের বিভাগে মাসসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। মাস সেরার লড়াইয়ে সাদারল্যান্ডের সাথে ছিলেন ভারতের স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো এমলাবা।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। রায়ে ভোটিং একাডেমির ভোট শতকরা ৯০ ভাগ বিবেচনা করা হয় এবং সমর্থকদের থাকে বাকি ১০ ভাগ ভোট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০