ডিসেম্বরের সেরা বুমরাহ

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২০:০৪

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে ডিসেম্বরের সেরা হয়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। সেরা হবার পথে দুই পেসার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার ডেন প্যাটারসনকে পেছনে ফেলেছেন বুমরাহ।

আজ গত মাসের পুরুষ ও নারী বিভাগে সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ডিসেম্বরে তিনটি টেস্ট খেলেছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐ তিন টেস্টে ১৪.২২ গড়ে ২২ উইকেট নিয়েছেন তিনি।

ব্রিসবেন ও মেলবোর্ন টেস্টে চার ইনিংসের মধ্যে দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছিলেন বুমরাহ। ব্রিসবেনের প্রথম ইনিংসে ৭৬ রানে ৬টি এবং মেলবোর্নে ৫৭ রানে ৫ উইকেট নেন তিনি।

পাঁচ ম্যাচের পুরো টেস্ট সিরিজে ৩২ উইকেট নিয়েছেন বুমরাহ। সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি।

বুমরাহর রেকর্ড গড়া সিরিজ ৩-১ ব্যবধানে হারে ভারত। পার্থে সিরিজের প্রথম টেস্টে বুমরাহর হাত ধরেই একমাত্র জয় পেয়েছিলো ভারত। তার ৯ উইকেট শিকারে ২৯৫ রানে জয় পেয়েছিলো টিম ইন্ডিয়া। ঐ টেস্টে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে দলকে নেতৃত্বও দিয়েছিলেন বুমরাহ।   

অসাধারণ পারফরমেন্সের সুবাদে দ্বিতীয়বারের মত আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়েছেন বুমরাহ। ২০২৪ সালের জুন মাসে প্রথমবার সেরা খেলোয়াড় হয়েছিলেন বুমরাহ।

নারীদের বিভাগে মেয়েদের বিভাগে মাসসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। মাস সেরার লড়াইয়ে সাদারল্যান্ডের সাথে ছিলেন ভারতের স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো এমলাবা।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। রায়ে ভোটিং একাডেমির ভোট শতকরা ৯০ ভাগ বিবেচনা করা হয় এবং সমর্থকদের থাকে বাকি ১০ ভাগ ভোট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
১০