পিএসএলে দল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন রিশাদ 

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:৫৭

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৫ (বাসস) : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন স্পিনার রিশাদ হোসেন। পিএসএলে ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে তৃতীয় রাউন্ডে রিশাদকে দলে নেয় দু’বারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। পিএসএলে দল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন, এমনটাই জানিয়েছেন রিশাদ। 

বিপিএলের চট্টগ্রাম পর্বে খেলতে বর্তমানে বন্দর নগরীতে আছেন ফরচুন বরিশালের স্পিনার রিশাদ হোসেন। আজ চট্টগ্রামে অনুশীলন শেষে রিশাদ বলেন, ‘পিএসএলের দল পাবার পর আমার এজেন্ট আমাকে জানিয়েছিলো, পিএসএলে লাহোর কালান্দার্সে খেলার সুযোগ পেয়েছি। আমি অবশ্য আগে অনুমান করছিলাম পিএসএলে আমাকে নেওয়ার সুযোগ আছে। এজন্য স্বাভাবিকই ছিলাম।’

তিনি আরও বলেন, ‘যেকোন জায়গায় খেলার সুযোগ পাওয়া খুবই ভালো ব্যাপার। আলহামদুলিল্লাহ। আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, এসব এখন মাথায় নেই। আমি এখন বিপিএলে নিয়ে বেশি ফোকাস করছি। যখন যা আসবে সেটা নিয়েই চেষ্টা করবো।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন রিশাদ। এরপর বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলোর নজরে আসেন তিনি। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি, জিম আফ্রো ও অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ হয়েছিলো রিশাদের। কিন্তু বিভিন্ন কারণে তিনটি টুর্নামেন্টের কোনটিতেই খেলতে পারেননি তিনি। 

এ ব্যাপারে রিশাদ বলেন, ‘যেহেতু যেতে পারিনি তাই বুঝতে পারছি না, আমার জন্য কি ভালো হতো বা আল্লাহ এটাই লিখে রেখেছে। সামনে ভালো কিছু হবে বলে আশা করি। এজন্য কোন কিছু নিয়ে চিন্তা করছি না।’

রিশাদ ছাড়াও পিএসএলে দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন- ব্যাটার লিটন দাস ও পেসার নাহিদ রানা। 

লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। পেশোয়ার জালমিতে খেলার সুযোগ পেয়েছেন রানা। 

ছয় দলকে নিয়ে আগামী ১০ এপ্রিল থেকে পিএসএলের দশম আসর শুরু হবে। শেষ হবে ২৫ মে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০