পিএসএলে দল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন রিশাদ 

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:৫৭

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৫ (বাসস) : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন স্পিনার রিশাদ হোসেন। পিএসএলে ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে তৃতীয় রাউন্ডে রিশাদকে দলে নেয় দু’বারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। পিএসএলে দল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন, এমনটাই জানিয়েছেন রিশাদ। 

বিপিএলের চট্টগ্রাম পর্বে খেলতে বর্তমানে বন্দর নগরীতে আছেন ফরচুন বরিশালের স্পিনার রিশাদ হোসেন। আজ চট্টগ্রামে অনুশীলন শেষে রিশাদ বলেন, ‘পিএসএলের দল পাবার পর আমার এজেন্ট আমাকে জানিয়েছিলো, পিএসএলে লাহোর কালান্দার্সে খেলার সুযোগ পেয়েছি। আমি অবশ্য আগে অনুমান করছিলাম পিএসএলে আমাকে নেওয়ার সুযোগ আছে। এজন্য স্বাভাবিকই ছিলাম।’

তিনি আরও বলেন, ‘যেকোন জায়গায় খেলার সুযোগ পাওয়া খুবই ভালো ব্যাপার। আলহামদুলিল্লাহ। আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, এসব এখন মাথায় নেই। আমি এখন বিপিএলে নিয়ে বেশি ফোকাস করছি। যখন যা আসবে সেটা নিয়েই চেষ্টা করবো।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন রিশাদ। এরপর বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলোর নজরে আসেন তিনি। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি, জিম আফ্রো ও অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ হয়েছিলো রিশাদের। কিন্তু বিভিন্ন কারণে তিনটি টুর্নামেন্টের কোনটিতেই খেলতে পারেননি তিনি। 

এ ব্যাপারে রিশাদ বলেন, ‘যেহেতু যেতে পারিনি তাই বুঝতে পারছি না, আমার জন্য কি ভালো হতো বা আল্লাহ এটাই লিখে রেখেছে। সামনে ভালো কিছু হবে বলে আশা করি। এজন্য কোন কিছু নিয়ে চিন্তা করছি না।’

রিশাদ ছাড়াও পিএসএলে দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন- ব্যাটার লিটন দাস ও পেসার নাহিদ রানা। 

লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। পেশোয়ার জালমিতে খেলার সুযোগ পেয়েছেন রানা। 

ছয় দলকে নিয়ে আগামী ১০ এপ্রিল থেকে পিএসএলের দশম আসর শুরু হবে। শেষ হবে ২৫ মে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০