বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১০

ট্রেনিং পার্টনারশীপ চুক্তির ব্যাপারে সম্মত ইতালি-ইউক্রেন

রোম, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস/এএফপি) : ইউক্রেনের তরুণ ফুটবলারদের ইতালিতে কোচিং করার সুবিধা প্রদানের জন্য একটি পার্টনারশীপ চুক্তির ব্যাপারে একমত হয়েছে ইতালি ও ইউক্রেনিয়ান ফুটবল ফেডারেশন।
এ সম্পর্কে ইতালিয়ান ফেডারেশন (এফআইজিসি) এক বিবৃবিতে জানিয়েছে চলমান রাশিয়ান আগ্রাসনের কারনে ইউক্রেনের অনুশীলন করার মত কোন অবস্থা নেই। এক্ষেত্রে তাদেরকে সহযোগিতার করার হাত বাড়িয়ে দিয়েছে ইতালি।
এ সম্পর্কে এফআইজিসির সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা বলেছেন, ‘এই পার্টনারশীপ ইউক্রেনিয়ান ফুটবলের ভবিষ্যতের গ্যারান্টি দিচ্ছে।’
এসি মিলানের সাবেক স্ট্রাইকান আন্দ্রি শেভচেনকো ইউক্রেনিয়ার ফেডারেশনের (ইউএএফ) সভাপতি। তার উদ্যোগেই মূলত এই ধরনের একটি কার্যক্রম পরিচালনার দায়িত্ব নিয়েছে ইতালি। ফ্লোরেন্সে কোভারসিয়ানো সেন্টারে শেভচেনকো ট্রেনিংয়ের জন্য খেলোয়াড় ও কোচদের পাঠাবেন।
এ সম্পর্কে শেভচেনকো বলেছেন, ‘আমি সবসময়ই মনে করি ইতালি আমার সেকেন্ড হোম। এখানে আমার অনেক স্মরণীয় মুহূর্ত আছে।’
এ মাসের শেষে ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের দুই বছর পূর্তি হবে। গত মাসে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস জানিয়েছে ইউক্রেনে যুদ্ধ শুরু হবার পর ১০ হাজার ৩৮২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।