বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৩

বিসিবি নারী দলের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন বাশার

ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস) : জাতীয় দলের সাবেক নির্বাচন কমিটির সদস্য হাবিবুল বাশার সুমনকে আজ নারী দলের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক বৈঠক শেষে নারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বাশার। এসময় সেখানে উপস্থিত ছিলেন নারী কমিটির সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর বাশারকে শুভেচ্ছা জানিয়েছেন নাদেল এবং নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
২০১৬ সাল থেকে জাতীয় পুরুষ দলের নির্বাচন প্যানেলের অংশ ছিলেন বাশার। আনুষ্ঠানিকভাবে ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সাথে নির্বাচন কমিটিতে তার মেয়াদ শেষ হবে।
নান্নুর  স্থলাভিষিক্ত হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু এবং বাশারের জায়গায় দায়িত্ব পেয়েছেন হান্নান সরকার।
২০১৬ সালে পুরুষ দলের নির্বাচন প্যানেলের সদস্য হবার আগে নারী দল নির্বাচন প্যানেলে ছিলেন বাশার।
বিসিবির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে টুর্নামেন্ট কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।