বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৪

মৌসুম শেষে বিদায় নিচ্ছেন বায়ার্ন কোচ টাচেল

মিউনিখ (জার্মান), ২২ ফেব্রুয়ারি (বাসস/এএফপি) : মৌসুমের শেষে কোচ থমাস টাচেলের সাথে সম্পর্ক শেষ করতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগা শিরোপা ধরে রাখার মিশনে ধুকতে থাকা বেভারিয়ান্সদের সামনে আর  বিকল্প পথ খোলা ছিলনা।
টাচেলের সাথে বিষয়টি নিয়ে আলোচনার পর বায়ার্নের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন এক বিবৃতিতে বলেছেন, ‘পারষ্পরিক বোঝাপোড়ার মাধ্যমে এবারের গ্রীষ্মে নিজেদের মধ্যে কাজের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’
২০২৫ সালের জুন পর্যন্ত টাচেলের সাথে বায়ার্নের বর্তমান চুক্তির মেয়াদ ছিল। তবে তার আগে এ বছর ৩০ জুন বায়ার্ন ছাড়ছেন টাচেল। এক বিবৃতিতে টাচেল এ সম্পর্কে বলেছেন, ‘তার আগ পর্যন্ত আমি কোচিং স্টাফদের সাথে সম্ভাব্য সর্বোচ্চ সাফল্য অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাবো।’
প্রধান নির্বাহী ড্রেসেন বলেছেন আগামী মৌসুমে ভিন্ন কোচের অধীনে বায়ার্ন ‘নতুন ফুটবলিং পরিকল্পনা’ বাস্তবায়নে মুখিয়ে আছে। 
টানা তিন ম্যাচে পরাজয়ে টাচেলের বিদায় অনেকটাই অনুমেয় ছিল। এর মধ্যে লিগ টেবিলের শীর্ষে থাকা বায়ার লেভারকুজেনের বিপক্ষে ৩-০ গোলের পরাজয় কোনভাবেই মেনে নিতে পারেনি সমর্থকরা। মৌসুম শেষ হতে এখনো ১২টি ম্যাচ বাকি। জাভি আলনসোর লেভারকুজেনের চেয়ে  বায়ার্ন এই মুহূর্তে আট পয়েন্ট পিছিয়ে রয়েছে। চলতি মৌসুমে এখনো পর্যন্ত কোন ম্যাচে হারেনি লেভারকুজেন । সব ধরনের প্রতিযোগিতায় তারা টানা ৩২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে। এর মাধ্যমে ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে হান্সি ফ্লিকের অধীনে বায়ার্নের রেকর্ড তারা স্পর্শ করেছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে ইতালিয়ান ক্লাব ল্যাজিওর কাছে ১-০ গোলে পরাজিত হবার পর লিগের নীচু সারির দল বোচামের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে। 
সাম্প্রতিক সময়ে হতাশাজনক পারফরমেন্সের পর টাচেল স্বীকার করেছেন. বায়ার্নের সামনে বুন্দেসলিগা শিরোপা ধরে রাখা এখন আর বাস্তবসম্মত চিন্তা নয়। টাচেল কখনই বায়ার্নের জন্য সেভাবে ফিট ছিলেন না বলেই জার্মানির  বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে।  কিন্তু বাস্তবতা হচ্ছে টাচেল থাকাকালীন বায়ার্ন তাদের আত্মবিশ্বাস দারুনভাবে হারিয়ে ফেলেছে। বিবৃবিতে ড্রেসেন বলেন এখনো মৌসুমে কিছু করে দেখানো সম্ভব। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে এখনো ঘুড়ে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে খেলা সম্ভব বলেই ড্রেসেন বিশ্বাস করেন। 
গত বছর মার্চে জুলিয়ান নাগলসম্যানের যে পরিনতি হয়েছিল উত্তরসূরী হিসেবে টাচেলের ভাগ্যের সেই একই ঘটনা ঘটলো। ২০২২ সালের শেষে চেলসি থেকে ছাঁটাই হবার পর উঁচু মানের কোচ হিসেবেই বায়ার্নের সাথে চুক্তি হয়েছিল টাচেলের। বায়ার্নের হয়ে তার সময়টা মিশ্রভাবে কেটেছে। অভিষেকেই তার অধীনে বায়ার্ন ৪-২ গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে গোলে পরাজিত করার পর জার্মান কাপে ফ্রেইবার্গের কাছে হারতে হয় বায়ার্নকে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গত মৌসুমে ম্যানচেস্টার সিটির কাছে পরাজিত হয়ে বিদায় নেয়। গত মৌসুমের শেষ ম্যাচে ডর্টমুন্ড মেইঞ্জের সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারানোর কারনে টাচেলের দল টানা ১১তম বুন্দেসলিগা শিরোপা জয় করেছিল। 
এবারের লিগেও ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল বায়ার্ন। বিশেষ করে হ্যারি কেনকে ইংল্যান্ড থেকে উড়িয়ে নিয়ে এসে আশাবাদী ছিল বেভারিয়ান্সরা। বুন্দেসলিগায় সর্বোচ্চ ২৫ গোল করেছেন হ্যারি কেন। কিন্তু লিগে একের পর হতাশাজনক পরাজয়ে পিছিয়ে পড়েছে। তৃতীয় টায়ারের দল সারব্রুকেনের কাছে পরাজিত হয়ে জার্মান কাপ থেকে বিদায় নিয়েছে।