বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৫

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী দল

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস) : প্রথমবারের মত আগামী ১৭ মার্চ বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। 
আজ অস্ট্রেলিয়া নারী দলের বাংলাদেশ সফরের সূচী ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এর আগে শুধুমাত্র আইসিসি ইভেন্টে একে অপরের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। এরমধ্যে ২০২২ বিশ্বকাপে একবার এবং ২০২০ এবং ২০২৩ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’বার মুখোমুখি হয় তারা।
তবে এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দু’দল।
বাংলাদেশ সফরের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।
তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২১, ২৪ এবং ২৭ মার্চ। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। 
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ৩১ মার্চ, ২ এবং ৪ এপ্রিল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর ১২ টায়। 
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ৫ এপ্রিল বাংলাদেশ ছাড়বে অস্ট্রেলিয়া নারী দল।