বাসস
  ২৮ মে ২০২৪, ১৬:১৮

নতুন কোচ হিসেবে এনজো মারেসার দিকে চোখ চেলসির

লন্ডন, ২৮ মে ২০২৪ (বাসস/এএফপি) : লিস্টার সিটি এনজো মারেসাকে কোচ হিসেবে নিয়োগের আলোচনা শুরু করেছে চেলসি, ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে এই তথ্য জানা গেছে।
গত বছরও ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছেন এই ইতালিয়ান। এক বছর আগে লিস্টার সিটি রেলিগেটেড হবার পর আবারো তাদেরকে প্রিমিয়ার লিগে ফিরিয়ে এনেছেন মারেসা। তার ফুটবলীয় কৌশর চেলসি প্রধানকে আকৃষ্ট করেছে। স্কাই স্পোর্টসের রিপোর্টের ভিত্তিতে জানা গেছে মারেসার সাথে সরাসরি কথা বলতে লিস্টারের কাছে অনুমতি চেয়েছে চেলসি।
মরিসিও পোচেত্তিনো চলে যাবার পর চেলসি নতুন কোচের সন্ধানে রয়েছে। স্ট্যামফোর্ড ব্রীজে পোচেত্তিনো মাত্র এক বছর কাটিয়েছেন। ব্রেন্টফোর্ডের থমাস ফ্রাংক ও চ্যাম্পিয়নশীপ ক্লাব ইপসুইচের কিয়েরান ম্যাককেনাও চেলসির কোচের তালিকায় আলোচনায় রয়েছেন।
পোচেত্তিনোর অধীনে চেলসি এবার ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করেছে। কোনমতে ইউরোপা কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্লুজরা। কোন শিরোপা ছাড়াই মৌসুম শেষ করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে গেছে।
লিভারপুলের কাছে লিগ কাপের ফাইনালে ১-০ গেলে পরাজিত হয় চেলসি। ম্যানচেস্টার সিটির কাছে এফএ কাপের সেমিফাইনালে পরাজিত হয়ে বিদায় নেয়। যদিও পোচেত্তিনোর অধীনে টানা পাঁচ ম্যাচে জয়ী হয়ে আগামী মৌসুমে অন্তত ইউরোপীয়ান আসরে জায়গা নিশ্চিত করেছে চেলসি।