বাসস
  ৩০ মে ২০২৪, ১৯:২৪

সেমিফাইনালে পাকিস্তানকে দেখছেন না গাভাস্কার-লারা-কলিংউডরা

ঢাকা, ৩০ মে ২০২৪ (বাসস) : গত আসরের রানার্স-আপ পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে এমনটা মনে করছে না ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। সোজা কথায় বললে পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন না তিনি।  গাভাস্কারের  সাথে একমত ওয়েস্ট ইন্ডিজের আরেক কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা, ইংল্যান্ডের পল কলিংউড, অস্ট্রেলিয়ার টম মুডিরা। সেমিফাইনাল তালিকায় আফগানিস্তানকে রেখেছেন লারা।
আসন্ন টি-টোয়েন্টি বিশ^কাপে সেমিফাইনালে কারা খেলবে, তেমনই ভবিষ্যদ্বাণী করার জন্য ১০ জন সাবেক ক্রিকেটারকে নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করে ভারতের সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। গাভাস্কার-লারা ছাড়াও ১০ জনের তালিকায় ছিলেন- ভারতের মোহাম্মদ কাইফ-আম্বাতি রাইডু-এস শ্রীশান্ত, অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন-টম মুডি-অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের পল কলিংউড এবং দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস।
দশজন সাবেক ক্রিকেটারের সবাই ভারতকে সেমিফাইনালিস্টের তালিকায় রেখেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৯ জন  ইংল্যান্ডকে সেমিফাইনালে রাখেন। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সেমিফাইনালে রাখেননি মরিস।
সেমিফাইনালিস্ট ঠিক করতে গিয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন লারা। পাকিস্তানকে না রাখলেও আফগানিস্তানকে শেষ চারে দেখছেন লারা। আফগানদের সাথে ভারত, ইংল্যান্ড ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে সেমির তালিকায় রেখেছেন লারা।
লারার মত পাকিস্তানকে শেষ চারে রাখেননি ২০১০ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ^কাপ জয়ী দলের অধিনায়ক পল কলিংউড, অস্ট্রেলিয়ার হেইডেন-মুডি ও ফিঞ্চ।
ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে সেমিফাইনাল লাইন-আপ সাজিয়েছেন গাভাস্কার।
২০ দল নিয়ে  আগামী ২ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ^কাপ। ২৯ জুন বার্বাডোজের ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ^কাপের।
আসন্ন টি-টোয়েন্টি বিশ^কাপে সেমিফাইনালিস্ট নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী:
সুনীল গাভাস্কার : ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ
ব্রায়ান লারা : ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান
পল কলিংউড : ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ভারত
ম্যাথু হেইডেন : অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা
টম মুডি : অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড
অ্যারন ফিঞ্চ : ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ
ক্রিস মরিস : ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া
আম্বাতি রাইডু : ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা
মোহাম্মদ কাইফ : ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড
এস শ্রীশান্ত : ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড