বাসস
  ২৮ জুলাই ২০২৪, ১৫:২২

যুক্তরাষ্ট্রকে প্রথম স্বর্ণ উপহার দিল পুরুষ রিলে সাঁতারু দল

প্যারিস, ২৮ জুলাই, ২০২৪ (বাসস/এএফপি) : ৪ ͯ ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে কাল যুক্তরাষ্ট্রকে প্যারিস গেমসে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছে যুক্তরাষ্ট্রের পুরুষ সাঁতারু দল। 
৩ মিনিট ০০.২৮ সেকেন্ড সময় নিয়ে জ্যাক এ্যালেক্সি, ক্রিস গুইলিয়ানো, হান্টডার আর্মস্ট্রং ও সালেব ড্রেসেল যুক্তরাষ্ট্রের হয়ে স্বর্ণ জয় করেন। এই ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছে যথাক্রমে অস্ট্রেলিয়া (৩ মিনিট ১০.৩৫ সে.) ও ইতালি (৩ মিনিট ১০.৭০ সে.)। 
এই ইভেন্টে বর্তমান বিজয়ী হিসেবে যুক্তরাষ্ট্র তাদের স্বর্ণ পদক ধরে রেখেছে। দীর্ঘদিন ধরেই এই ইভেন্টনিটেত যুক্তরাষ্ট্র তাদের আধিপত্য দেখিয়ে আসছে। প্যারিসে আসার আগে ১৪ বারের মধ্যে ১০টি স্বর্নই গিয়েছে যুক্তরাষ্ট্রের ঘরে। 
যুক্তরাষ্ট্র দলে থাকা ২৭ বছর বয়সী ড্রেসেল এনিয়ে তিনটি অলিম্পিকে অষ্টম স্বর্ণপদক জয় করলেন। পদক নেবার সময় যে কারনে তাকে খুব বেশী আবেগী হতে দেখা গেছে। তিন বছর আগে টোকিতে তিনি পাঁচটি স্বর্ণ জয় করেছিলেন। এবারের আসরে অপেক্ষাকৃত তরুণ সতীর্থ গুইলিয়ানো ও এ্যালেক্সিকে এবারই প্রথম স্বর্ণ পদক জয়ের কৃতিত্ব দেখালেন। যে কারনে ড্রেসেল তাদের প্রশংসা করতে ভুল করেননি।