লক্ষ্মীপুরে ভলিবল প্রতিযোগিতা ও বিজয় র‌্যালী অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৩১
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১৬ জানুয়ারী, ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে এই ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া একইদিন অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় ক্রিকেটারদের বিজয় সংবর্ধনা দেয়া হয়। পরে জেলা স্টেডিয়াম মাঠ থেকে একটি বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক খীসা সম্রাট, জেলা ক্রীড়া অফিসার মো: জাহাঙ্গীর আলম, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারন সম্পাদক সোহেল আদনান।
ভলিবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৭টি দল।

এসময় জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক দূর হবে। আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। দেশব্যাপী যে তারুন্যের উৎসব চলছে সেটা বাস্তবায়নে জেলার পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে নানা কর্মসুচি হাতে নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হয়েছে ভলিবল প্রতিযোগিতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০