শিরোনাম
জয়পুরহাট, ১৫ জানুয়ারি ২০২৫ (বাসস) : দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ক্ষুদে ফুটবলারদের বাছাইয়ের লক্ষ্যে জয়পুরহাটে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল শেষ হয়েছে।
বুধবার বিকালে সার্কিট হাউজ মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের বালিকা বিভাগে আক্কেলপুর উপজেলার দেবী শাউল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে কালাই উপজেলার বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে বালক বিভাগে কালাই উপজেলার বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে পাঁচবিবি উপজেলার রামভ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ।
জয়পুরহাট জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তৃপ্তি কণা মন্ডল, সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম।