বাসস
  ০৭ আগস্ট ২০২৪, ১৮:২৫

বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে ফিরলেন নাসিম

করাচি, ৭ আগস্ট ২০২৪ (বাসস) : পেসার নাসিম শাহকে ফিরিয়ে এনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট দলে নতুন মুখ- কামরান গুলাম ও মোহাম্মদ হুরাইরা।
গত বছর অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে প্রথমবারের মত পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন শান মাসুদ। বাংলাদেশ সিরিজেও দায়িত্ব পালন করবেন তিনি। শাহিন শাহ আফ্রিদির জায়গায় প্রথমবারের মত সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন সৌদ শাকিল।
ইনজুরির কাটিয়ে  ১৩ মাস পর টেস্ট দলে ফিরেছেন নাসিম। গেল বছর জুলাইয়ে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। ১৭ টেস্টে ৫১ উইকেট আছে তার।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে  দেড় বছরেরও বেশি সময় পর দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আলি। ২০২২ সালের ডিসেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর ঐ সিরিজেই সর্বশেষ টেস্ট খেলেন আলি। ঐ সিরিজের দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
গেল মৌসুমে ১৪ ম্যাচে ৪৭ উইকেট শিকার করেন আলি। গত মাসে অস্ট্রেলিয়ার ডারউইনে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে এক ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।
২০২২-২৩ মৌসুমে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে থাকলেও, অভিষেক হয়নি অলরাউন্ডার গুলামের। গেল মৌসুমে ১১টি প্রথম শ্রেনির ম্যাচে ১০২৫ রান করেছেন তিনি। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ইনিংসের মধ্যে একটিতে অপরাজিত ১০০ রানের নান্দনিক ইনিংসও ছিলো তার।  
আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুবের সাথে তৃতীয় ওপেনার হিসেবে দলে রাখা হয়েছে হুরাইরাকে। সদ্য বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে শাহিনসের হয়ে ২১৮ রানের দারুন ইনিংস খেলেছেন তিনি। প্রথম শ্রেনির ক্রিকেটে ৩৯ ম্যাচে ৫৬ গড়ে ৩২৩১ রান আছে হুরাইরার। ২০২৩ সালের জুলাইয়ে শ্রীলংকা সফরে টেস্ট দলে থাকলেও, অভিষেক হয়নি তার।
সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইমাম-উল-হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, নোমান আলি ও সাজিদ খান। ইনজুরির কারনে দলে রাখা হয়নি পেসার হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিমকে।
রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট।  ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।
পাকিস্তান দল : শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাঈম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল।