বাসস
  ০৭ আগস্ট ২০২৪, ১৮:৫২

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে লংকান দলে দুই নতুন মুখ

কলম্বো, ৭ আগস্ট, ২০২৪ (বাসস/ওয়েবসাইট) :  আসন্ন ইংল্যান্ড সফরে তিন টেস্ট সিরিজের  জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে  শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। দলে সুযোগ পাওয়া দুই  নতুন মুখ  নিসালা থারাকা এবং মিলান রতœায়েকে। এ ছাড়া দলে  ফিরেছন  জেফরি ভ্যান্ডারসে।  লংগার ভার্সনে  এ পর্যন্ত  মাত্র একটি ম্যাচ খেলেছেন স্পিনার ভ্যান্ডারসে। সেটাও ২০২২ সালে। তবে নিজ মাঠে সম্প্রতি ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে  ৬ উইকেট শিকার করেন তিনি।  ইংলিশ কন্ডিশন বিবেচনা করেই  ভ্যান্ডরসেকে  দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। 
 দলে থাকা অপর দুই স্পিনার  হলেন  প্রবাথ জয়সুরিয়া এবং রমেশ মেন্ডিজ।
 ম্যানচেস্টারে ২১ আগস্ট শুরু হবে ইংল্যান্ড-শ্রীলংকা সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৯ আগস্ট  লর্ডসে দ্বিতীয় এবং  ৬ সেপ্টেম্বর ওভালে শুরু হবে যথাক্রমে দ্বিতীয় ও শেষ  তৃতীয় টেস্ট।   
শ্রীলংকা দল:  ধনঞ্জয়া ডি সিলভা(অধিনায়ক), দিমুথ করুনারতেœ, নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিজ(সহ-অধিনায়ক). এ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিজ, সাদিরা সামারাবিক্রমা, আসিথা ফার্নান্দো, বিশ^ ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, নিসালা থারাকা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিজ, জেফরি ভ্যান্ডারসে, মিলান রতœায়েকে।