বাসস
  ০৯ আগস্ট ২০২৪, ১৭:৩৪

করোনা আক্রান্ত হয়েও ব্রোঞ্জ জিতলেন লাইলস

প্যারিস, ৯ আগস্ট ২০২৪ (বাসস) : প্যারিস অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জয়ের পর করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস।
ইভেন্ট শেষে লাইলস জানান, কোভিড পজিটিভ হবার পরও পদক জিতেছেন। প্যারিস অলিম্পিকে বাকী অংশে আর খেলবেন না তিনি।
অলিম্পিক গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট সোনা জিতেছিলেন লাইলস। ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্টেও সোনা জয়ের স্বপ্ন ছিলো তার। কিন্তু ২০০ মিটার ইভেন্টের ২৪ ঘন্টা আগে করোনা পজিটিভ হন লাইলস। এরপর বিশেষ প্রোটকলে কোয়ারেন্টাইনে রাখা হয় তাকে।
করোনা পজিটিভ হবার পরও ট্রাকে নামেন লাইলস। কিন্তু পুরোপুরি সুস্থ না থাকার কারনে ট্রাকে নিজের সেরাটা দিতে পারেননি তিনি। ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে হলো লাইলসকে।
২শ মিটার স্প্রিন্টে ১৯.৭০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেন লাইলস। ১৯.৪৬ সেকেন্ড সময় নিয়ে দেশের হয়ে প্রথমবারের মত অলিম্পিকে সোনা জয় করেন সোয়ানার লেটসাইল টেবোগো। আমেরিকার কেনেথ বেডনারেক ১৯.৬২ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে  লাইলস লিখেন, ‘২০২৪ অলিম্পিকে আমার যাত্রা এখানেই শেষ। অলিম্পিকে যেরকম স্বপ্ন আমি দেখেছিলাম। এটা তেমন ছিলো না। তবে খুব আনন্দ পেয়েছি।’
করোনায় আক্রান্তের বিষয়টি জানাতে গিয়ে লাইলস বলেন, ‘মঙ্গলবার ভোর পাঁচটায় পরীক্ষার পর আমি কোভিড পজিটিভ হই। গভীর রাতে ঘুম থেকে উঠার পর আমি ঠান্ডা, গলা ব্যাথা অনুভব করেছি। কোভিডের বেশকিছু লক্ষণ ছিলো।’
এরপর তিনি আরও বলেন, ‘পরবর্তীতে পরীক্ষার পর আমি কোভিড পজিটিভ হই এবং দ্রুত ভিলেজের কাছাকাছি একটি হোটেলে কোয়ারেন্টাইনে চলে যাই। শরীরকে ঠিক রাখার জন্য যতটুকু প্রয়োজন ওষুধ ব্যবহার করি।’