বাসস
  ১৬ আগস্ট ২০২৪, ১৯:২৩

শাহিনসের কাছে হেরে সেমিফাইনালের পথ কঠিন এইচপি দলের

ঢাকা, ১৬ আগস্ট ২০২৪ (বাসস) : অস্ট্রেলিয়া সফরে নয় দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় হারের লজ্জা পেল বাংলাদেশ হাই হাইপারফরমেন্স (এইচপি) দল। আজ টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৩ উইকেটে হেরেছে এইচপি দল। পঞ্চম ম্যাচে তৃতীয় হারে সেমিফাইনালের পথ কঠিন হয়ে পড়েছে এইচপির। কারন নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে জিতলেও পরের দুই ম্যাচে যথাক্রমে- তাসমানিয়া টাইগার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে যায় এইচপি দল। গতকাল চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছিলো এইচপি দল।
আগামীকাল পার্থ স্কোর্চার্সের বিপক্ষে লিগ পর্বে এইচপির শেষ ম্যাচটি ‘ডু অর ডাই’-তে রুপ নিয়েছে। তবে কাল জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে না এইচপির। টুর্নামেন্টের অন্যান্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে তাদের।
ডারউইনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৮ রানে ৫ উইকেট পতনে বড় স্কোর দাঁড় করাতে পারেনি এইচপি। জিশান আলম শুন্য, তানজিদ হাসান ১৮, পারভেজ হোসেন ইমন ২৭, আফিফ হোসেন ৪ ও অধিনায়ক আকবার আলি ১ রানে আউট হন।
প্রথম দশ ওভারের চাপ পরবর্তীতে দারুনভাবে সামলে উঠেন শামিম হোসেন ও মাহফুজুর রহমান রাব্বি। ষষ্ঠ উইকেটে ৬৪ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে এইচপিকে সম্মানজনক সংগ্রহ এনে দেন তারা। ২০ ওভারে ৫ উইকেটে ১৪১ রান পায় এইচপি।
৫টি চারে ৩৮ বলে অপরাজিত ৪৪ রান করেন শামিম। ৩২ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩২ বলে অনবদ্য ৪১ রান করেন রাব্বি। পাকিস্তান শাহিনসের ফয়সাল আকরাম ১০ রানে ৩ উইকেট নেন।
১৪২ রানের টার্গেটে উদ্বোধনী জুটিতে ৪৭ রানের সূচনা করে পাকিস্তান। ৬৫ রানের মধ্যে পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন ঘটিয়ে লড়াইয়ে ফিরে এইচপি। চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটিতে পাকিস্তানের স্কোর ১১১ রানে নিয়ে দলকে জয়ের পথে রাখেন ওমাইর ইউসুফ ও উসমান খান। এরপর ১২ রানের ব্যবধানে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে এইচপি। ১২৩ রানে সপ্তম উইকেট হারায় পাকিস্তান। কিন্তু অষ্টম উইকেটে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে হারের স্বাদ দেন ইরফান খান ও জাহানদাদ খান। ইরফান ৯ ও জাহানদাদ ১১ রানে অপরাজিত থাকেন। এইচপির রিপন মন্ডল, রাকিবুল হাসান, রাব্বি ও মুকিদুল ইসলাম ১টি করে উইকেট নেন।