বাসস
  ১৯ আগস্ট ২০২৪, ১৯:০৩
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৯:২৬

বিসিবি থেকে পদত্যাগ করলেন ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস

ঢাকা, ১৯ আগস্ট ২০২৪ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। 
আজ জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।
ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আজ সাংবাদিকদের ইউনুস বলেন, ‘ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমি বোর্ডের পরিচালক পদ থেকে সড়ে দাঁড়িয়েছি।’
জালাল ইউনুসের জায়গায় এখন নতুন পরিচালক মনোনীত করবে এনএসসি।
এনএসসি দ্বারা মনোনীত দুই পরিচালকের মধ্যে একজন ছিলেন জালাল ইউনুস। অন্যজন হলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। 
ববি জানান, পরিচালকের পদ থেকে যারা তাকে সরে যেতে বলেছিলো তাদের সাথে যোগাযোগ হয়েছে। 
আজ বাসসকে বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ববি বলেন, ‘সকালে এনএসসি সচিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। তাদের বলেছি আমি এনএসসি কর্তৃক ক্রিকেট বোর্ডে মনোনীত হয়েছি এবং তারা যদি আমার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয় সেটা আমাকে তাদের জানাতে হবে।’
এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, বিসিবির বর্তমান সংকট সমাধানে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করা হয়েছে। 
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হবার পর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশিরভাগ পরিচালক আত্মগোপনে চলে যান। এতে চরম সংকটে পড়ে  ক্রিকেট বোর্ড।
ধারনা করা হচ্ছে জালাল ইউনুসের জায়গায় এনএসসি কর্তৃক মনোনীত হবেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এতে পাপন পদত্যাগ করার পর বিসিবির নতুন সভাপতি হবার সুযোগ তৈরি হবে তার সামনে।