বাসস
  ২৮ আগস্ট ২০২৪, ১৪:১৯
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৯:৩৬

আগামীকাল অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র

মোনকো, ২৮ আগস্ট ২০২৪ (বাসস/এএফপি) : বৃহস্পতিবার ফরাসি শহর মোনাকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪/২৫ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। বর্ধিত কলেবরের এবারের আসরে দলসংখ্যা যেমন বেড়েছে তেমনি ফর্মেটেও এসেছে পরিবর্তন।
এবারের আসরের মূল পর্বে সুযোগ পাওয়া দলগুলো হচ্ছে :
পট ওয়ান : রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, লিভারপুল, ইন্টার মিলান, বরুসিয়া ডর্টমুন্ড, আরবি লিপজিগ, বার্সেলোনা
পট টু : বায়ার লেভারকুসেন, এ্যাথলেটিকো মাদ্রিদ, আটালান্টা, জুভেন্টাস, বেনফিকা, আর্সেনাল, ক্লাব ব্রাগ, শাখতার দোনেস্ক, এসি মিলান
পট থ্রি : ফেইনুর্ড, স্পোর্টিং লিসবন, পিএসভি এইনডোভেন, সেল্টিক, ইয়ং বয়েজ, রেড বুল সালজবার্গ, ডিনামো জার্গেব অথবা কারাবাগ, স্লাভিয়া প্রাগ অথবা লিলি
পট থ্রি অথবা ফোর (প্লে-অফের ফলাফলের উপর নির্ভর করবে) :
মিজিল্যান্ড অথবা স্লোভান ব্রাতিসলাভা
বোডো/গিলমিট অথবা রেড স্টার বেলগ্রেড
পট ফোর : মোনাকো, স্পার্টা প্রাগ, এ্যাস্টন ভিলা, স্টার্ম গ্রাজ, বোলোনিয়া, ব্রেস্ট, জিরোনা, ভিএফবি স্টুটগার্ট