বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৮

বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৪ (বাসস) : অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন।
একমাত্র বাংলাদেশী খেলোয়াড় হিসেবে বিবিএলের আগামী মৌসুমের জন্য রিশাদকে দলে ভিড়িয়েছে হোবার্ট হারিকেন্স ফ্র্যাঞ্চাইজি। 
আজ অনুষ্ঠিত ড্রাফটে মোট ১০ জন বাংলাদেশী খেলোয়াড়ের নাম ছিলো। এরমধ্যে নয়জন পুরুষ ও একজন নারী ক্রিকেটারের নাম ছিলো। 
রিশাদকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে হারিকেন্স। তারা লিখেছে, ‘হারিকেন্সে যোগ দিয়েছে বাংলাদেশী টাইগার। রিশাদ হোসেনকে স্বাগতম। তরুণ লেগ স্পিনার হিসেবে বিবিএলের ১৪তম আসরে খেলবেন তিনি।’
আইপিএলের পর বিশে^র দ্বিতীয় সেরা ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে বিবেচিত বিগ ব্যাশ লিগ। 
এ বছর যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে স্পটলাইটে আসেন রিশাদ। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ঝড় তুলতে পারদর্শী তিনি। যা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য কার্যকরী।
দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে বিবিএলে খেলবেন রিশাদ। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং পরের বছর মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছেন সাকিব। 
এ বছরের ১৫ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১৪তম আসর অনুষ্ঠিত হবে। দু’বার টুর্নামেন্টের ফাইনাল খেললেও এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি হারিকেন্স।