বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪১

নেশন্স লিগ: ফ্রান্স ও ইতালির জয়, হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ে জয়ী

প্যারিস, ১০ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস/এএফপি) : উয়েফা নেশন্স লিগে সোমবার ইতালি টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে। দিনের আরেক ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে বদলী বেঞ্চে রেখেও বেলজিয়ামের বিরুদ্ধে ২-০ গোলের জয় তুলে নিয়েছে ফ্রান্স। আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের গোলে অস্ট্রিয়াকে পরাজিত করেছে নরওয়ে।
সপ্তাহের শুরুতে ফ্রান্সের বিরুদ্ধে দারুন এক জয় নিশ্চিত করেছিল ইতালি। এবার তারা ইসরায়েলকে ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয় জয় তুলে নিয়েছে। মধ্য প্রাচ্যের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুদাপেস্টে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ডেভিড ফ্রাত্তেসি ও মোয়েস কিনের দুই অর্ধের দুই গোল ইতালির জয়ের জন্য যথেষ্ট ছিল। ৯০ মিনিটে মোহাম্মদ আবু ফানি ইসরায়েলের হয়ে এক গোল পরিশোধ করে। ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে শিরোপা ধরে রাখতে না পারা লুসিয়ানো স্পালেত্তির দল নেশন্স লিগে নিজেদের ভালই প্রমাণ করে যাচ্ছে। সদ্য সমাপ্ত ইউরোতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমেও শেষ ১৬ থেকেই তাদের বিদায় নিতে হয়।
ফ্রান্সের বিরুদ্ধে ৩-১ গোলের জয় দিয়ে আজ্জুরিরা নেশন্স লিগ শুরু করেছিল। ৩৮ মিনিটে ফেডেরিকো ডিমারকোর নিখুঁত ক্রসে ফ্রাত্তেসির গোলে এগিয়ে যায় ইতালি। ফিওরেন্টিনার স্ট্রাইকার কিন ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। তিন বছরের মধ্যে এটি কিনের ইতালির জার্সি গায়ে প্রথম গোল। ইসরায়েলের হয়ে শেষ মিনিটে আবু ফানি এক গোল করলেও তা হার এড়নোর জন্য যথেষ্ঠ ছিলনা।
দুই ম্যাচে সম্ভাব্য ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ-এ২’র শীর্ষে রয়েছে ইতালি। তিন পয়েন্ট করে সংগ্রহ করে পরের দুই অবস্থানে রয়েছে ফ্রান্স ও বেলজিয়াম।


লিঁওতে ঘরের মাঠে বেলজিয়ামকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে ফ্রান্স। রানডাল কোলো মুয়ানি ও ওসমানে ডেম্বেলে স্বাগতিকদের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন। অধিনায়ক এমবাপ্পে কাল শুরুতে বদলী বেঞ্চে ছিলেন। ইউরো ২০২৪’র শেষ ষোলতে এই দুই দল মুখোমুখি হয়েছিল। ডাসেলডর্ফের ঐ ম্যাচে ফ্রান্স শেষ মুহূর্তের আত্মঘাতি গোলে ১-০ ব্যবধানে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট পায়। এবার লেস ব্লুজরা শুরু থেকেই নিজেদের আধিপত্য দেখিয়েছে। ২৯ মিনিটে ডেম্বেলের শট বেলজিয়ান গোলরক্ষক কোয়েন কাস্টিলস রুখে দিলে ফিরতি বল জালে জড়ান কোলো মুয়ানি। কেভিন ডি ব্রুইনার নেতৃত্বে বেলজিয়াম কোনভাবেই সমতা ফেরানোর সুযোগ পাচ্ছিলনা। ৫৭ মিনিটে একক প্রচেষ্টায় ফ্রান্সের ব্যবধান দ্বিগুন করেন ডেম্বেলে। পিএসজির এই উইঙ্গার রাইট উইং দিয়ে ঢুকে বাম পায়ের জোড়ালো শটে কাস্টিলসকে পরাস্ত করেন।
গ্রুপ-বি৩’র ম্যাচে ওসলোতে নরওয়ে ২-১ গোলে অস্ট্রিয়াকে পরাজিত করেছে। ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার হালান্ড ম্যাচ শেষের ১০ মিনিট আগে জয়সূচক গোলটি করেছেন। ফেলিক্স মাইরের গোলে ৯ মিনিটে এগিয়ে গিয়েছিল স্বাগতিক নরওয়ে। বরুসিয়া ডর্টমুন্ডের মার্সেল সাবিটজার বিরতির আগে অস্ট্রিয়াকে সমতায় ফেরান।

 
এর আগে শুক্রবার কাজাকাস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচে গোলশুন্য ড্র করেছিল নরওয়ে। ঐ ম্যাচটিতে হালান্ড ছিলেন একেবারেই নিষ্প্রভ। কিন্তু কাল শুরু থেকেই নিজেকে প্রমানে ব্যস্ত হয়ে উঠে সিটির এই তারকা ফরোয়ার্ড। তার জয়সূচক গোলটি অবশ্য ভিএআর সম্ভাব্য অফসাইডের কারনে দীর্ঘ সময় পরীক্ষার পর নরওয়েকে উপহার দিয়েছে।
এই গ্রুপের আরেক ম্যাচে আরবি লিপজিগের বেঞ্জামিন সেসকোর হ্যাটট্রিকে স্লোভেনিয়া ৩-০ ব্যবধানে কাজাকাস্থানকে পরাজিত করেছে।
গ্রুপ-বি৪’এ নতুন কোচ ক্রেইগ বেলামির অধীনে প্রথম জয় তুলে নিয়েছে ওয়েলস। গতকাল তারা মন্টেনেগ্রোকে ২-১ ব্যবধানে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করেছে। এর আগে তুরষ্কের সাথে গোলশুন্য ড্রয়ে দিয়ে নেশন্স লিগ শুরু করেছিল ওয়েলস।
বেনফিকার কেরেম আকটুরকোগ্লুর হ্যাটট্রিকে আইসল্যান্ডকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে তুরষ্ক।
এছাড়া লিগ সি’র ম্যাচে রোমানিয়া ও কসভোও জয়ী হয়েছে। রোমানিয়া ৩-১ গোলে লিথুনিয়াকে ও কসভো ৪-০ গোলে সাইপ্রাসকে বিধ্বস্ত করেছে।