ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যে শেষ

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৫

ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। এমনকি ভারত-বাংলাদেশ এবং ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের সব  টিকিটও বিক্রি হয়ে গেছে।

গতকাল দুবাইয়ের স্থানীয় সময় বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যে স্বাগতিক পাকিস্তান, ভারত,  বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলকে নিয়ে এ’ গ্রুপের  ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়।

২০ ফেব্রুয়ারি বাংলাদেশ, ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান বিপক্ষে এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২৫ হাজার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুধু ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচই নয়। গ্রুপ পর্বে বাংলাদেশ-নিউজিল্যান্ডসহ দুবাইয়ে ভারতের সবগুলো ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায়। 

এছাড়া, ৪ মার্চ দুবাইয়ের প্রথম সেমিফাইনালের টিকিটও বিক্রি হয়ে গেছে। গ্রুপ পর্বের বাঁধা টপকাতে সক্ষম হলে  প্রথম সেমিতেই খেলবে ভারত।

ভারত ফাইনাল নিশ্চিত করতে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারত না উঠলে ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে। 

ভারত ছাড়াও গ্রুপ পর্বে পাকিস্তান ম্যাচেরও সব  টিকিট বিক্রি হয়ে গেছে। ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড  এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে পাকিস্তান। ৫ মার্চ লাহোরে অনুষ্ঠেয়  দ্বিতীয় সেমিফাইনালের টিকিটও শেষ হয়েছে। 

‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে লাহোরে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০