ঢাকা, ২০ এপ্রিল ২০২৫ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনটা ভালো কাটলেও, দ্বিতীয় সেশনে বিপদে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ৫০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান নিয়ে চা-বিরতিতে গিয়েছে টাইগাররা।
প্রথম সেশনে ২ উইকেটে ৮৪ রান করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ৫ উইকেট হারিয়ে ৭০ রান যোগ করতে পারে নাজমুল হোসেন শান্তর দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩১ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। এরপর ১ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন জয় ও সাদমান।
নবম ওভারের চতুর্থ বলে জিম্বাবুয়ের পেসার ভিক্টর নিয়ুচির বলে আউট হন ১টি চারে ১২ রান করা সাদমান। ১১তম ওভারের চতুর্থ বলে নিয়ুচির দ্বিতীয় শিকার হন জয়। ২টি চারে ১৪ রান করেন জয়।
৩২ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ১২৮ বল খেলে ৬৬ রানের জুটি গড়েন তারা। ৬টি চারে ৪০ রান করেন শান্ত।
পাঁচ নম্বরে নেমে ৪ রানে আউট হন মুশফিকুর রহিম। এরপর ১০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ৮টি চার ও ১টি ছক্কায় মোমিনুল ৫৬, মেহেদি হাসান মিরাজ ১, তাইজুল ইসলাম ৩ রানে আউট হন।
১৪৬ রানে সপ্তম উইকেট পতনের পর দ্বিতীয় সেশনে আর কোন উইকেট পড়তে দেননি জাকের আলি ও হাসান মাহমুদ। জাকের ১০ ও হাসান ৪ রানে অপরাজিত আছেন।
জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাদজা ৩টি, ব্লেসিং মুজারাবানি ও নিয়ুচি ২টি করে উইকেট নেন।