চাঁদপুর, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): সেপ্টেম্বর মাসে জেলা জুড়ে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ১৫৬ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
চাঁদপুরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. আশিক আজ সকাল ১০ টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য উপস্থাপন করেন ।
সভায় জানানো হয়, সেনাবাহিনীর এসব অভিযানে একটি গ্রেনেড, ২৬টি দেশীয় অস্ত্র, প্রায় সাত কেজি গাঁজা এবং পাঁচ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন মণ্ডপে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ক্যাপ্টেন আশিক বলেন, দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ববোধ নিয়ে মাঠে কাজ করেছে। জনগণের নিরাপত্তাই আমাদের মূল অঙ্গীকার।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় জানানো হয়, সামগ্রিকভাবে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। যা সেনা, পুলিশ, র্যাব ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় সম্ভব হয়েছে।