ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সোমবার হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত ইসরাইলি জিম্মিদের দ্বিতীয় দলকে নিতে রেড ক্রসের একটি বহর যাচ্ছে। ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি জানায় হস্তান্তরটি, ‘দক্ষিণ গাজা উপত্যকার একটি সভাস্থলে অনুষ্ঠিত হবে, যেখানে বেশ ক’জন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হবে।