সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৭:৩৯

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে সবচেয়ে কম বয়সে ম্যাচ খেলার রেকর্ড করেছেন রাজস্থান রয়্যালসের ব্যাটার বৈভব সূর্যবংশী। গতরাতে তার রেকর্ডের ম্যাচে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের কাছে ২ রানে হেরেছে রাজস্থান রয়্যালস।

১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএলে অভিষেক হয় সূর্যবংশীর। আইপিএলের সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ডের মালিক হলেন তিনি। রেকর্ডের ম্যাচে প্রথম বলেই ছক্কা মেওে আইপিএলে সবচেয়ে কম বয়সে ছক্কা মারার রেকর্ডও দখলে নেন এই বাঁ-হাতি ব্যাটার। পাশাপাশি সবচেয়ে কম বয়সে চার মারার রেকর্ডও গড়েন সূর্যবংশী।
 
জয়পুরে টস জিতে প্রথমে ব্যাট করে আইডেন মার্করাম ও আয়ুশ বাদোনির জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করে লক্ষ্মৌ।

ওপেনার মার্করাম ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৫ বলে ৬৬ রান করেন। ৩৪ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কায় ৫০ রান করেন বাদোনি। শেষদিকে আব্দুল সামাদ ৪টি ছক্কায় ১০ বলে অনবদ্য ৩০ রান করেন। রাজস্থানের স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা ৩১ রানে ২ উইকেট নেন।

জবাবে যশ্বসী জয়সওয়ালের সাথে উদ্বোধনী জুটিতে ৫২ বলে ৮৫ রান যোগ করেন সূর্যবংশী। ২টি চার ও ৩টি ছক্কায় ২০ বলে ৩৪ রানে আউট হন তিনি।

এরপর রাজস্থানের জয়ের আশা বাঁচিয়ে রাখেন জয়সওয়াল। কিন্তু ১৮তম ওভারে দলীয় ১৫৬ রানে জয়সওয়াল ফেরার পর জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি রাজস্থান। ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান করে হার বরণ করে নেয় রাজস্থান। জয়সওয়াল ৫টি চার ও ৪টি ছক্কায় ৫২ বলে ৭৪ রান করেন। লক্ষ্মৌর পেসার আবেশ খান ৩ উইকেট নেন।

৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে লক্ষ্মৌ। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে রাজস্থান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে বিএসটিআই-এর অনুমোদনহীন আইসক্রিম ও দধি প্রস্তুতের দায়ে জরিমানা
খুলনা জেলা ওয়ার্কিং গ্রুপের সভায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার তাগিদ
গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে
আওয়ামী লীগের বিচারসহ ৮ দফা ঐকমত্যে এনসিপি ও খেলাফত মজলিস
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের নয়, দুই হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য
চীন-বাংলা বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র
নওগাঁয় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত
১০