শিরোনাম
ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।
গতরাতে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে পার্ল রয়্যালসের বিপক্ষে ৩৩ রানে ২ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডের মালিক হন মুম্বাই কেপ টাউনের হয়ে খেলতে নামা রশিদ। এর মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের পেসার ডোয়াইন ব্রাভোকে পিছনে ফেলে শীর্ষ স্থান দখলে নিয়েছেন আফগানিস্তানের এ স্পিনার।
সংক্ষিপ্ত ভার্সনে ৪৬১ ম্যাচে ৬৩৩ উইকেট নিয়ে সবার উপরে এখন রশিদ। ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন ব্রাভো।
ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন রশিদ। রেকর্ড গড়ার পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রশিদ বলেন, ‘অসাধারণ এক অর্জন। যদি ১০ বছর আগে কেউ জিজ্ঞাসা করতো আমি কি এখানে পৌঁছাতে পারবো? আমি বলতাম কখনও এমন কিছু নিয়ে ভাবি না। আফগানিস্তানের কোন খেলোয়াড়ের এমন উচ্চতায় উঠতে পারাটা অবশ্যই গর্বের। ব্রাভো টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার। এটা খুব সম্মানের, আমি আরও এগিয়ে যেতে চাই।’
৫৩৬ ম্যাচে ৫৭৪ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন। ৪২৮ ম্যাচে ৫৩১ উইকেট নিয়ে চতুর্থস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। তালিকার পঞ্চমস্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৪৪৪ ম্যাচে ৪৯২ উইকেট আছে সাকিবের।