বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৫

শান্তর পর নাইম

ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : নাজমুল হোসেন শান্তর পর দেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক আসরে ৫শ রান করার নজির গড়েছেন মোহাম্মদ নাইম।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতি বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ২২ বলে ১৯ রান করা ইনিংসে এবারের আসরে ৫শ রান পূর্ণ করেন খুলনা টাইগার্সের হয়ে খেলতে নামা নাইম।

চলতি আসরে এখন পর্যন্ত ১৪ ম্যাচের ১৪ ইনিংসে ১টি শতক ও ৩টি অর্ধশতকে ৫১১ রান করেছেন নাইম।

এর আগে ২০২৩ আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১৫ ম্যাচের ১৫ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৫১৬ রান করেছিলেন শান্ত। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক আসরে ৫শ রান করার নজির গড়েছিলেন শান্ত। এবার শান্তর পাশে নাম লেখালেন নাইম।

বিপিএলের এক আসরে অন্তত ৫শ রান করা তৃতীয় ব্যাটার হলেন নাইম। প্রথম ব্যাটার হিসেবে বিপিএলের এক আসরে ৫শ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার রিলি রুশো। ২০১৯ সালে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচের ১৩ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৫৫৮ রান করেছিলেন রুশো। যা এখন পর্যন্ত বিপিএলের এক আসরে কোন ব্যাটারের সর্বোচ্চ রান।