বিপিএল ফাইনালে উদ্বোধনী জুটিতে ইমন-নাফির রেকর্ড

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৯ আপডেট: : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৫
বিপিএল ফাইনালে উদ্বোধনী জুটিতে ইমন-নাফির রেকর্ড- ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন চট্টগ্রাম কিংসের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও পাকিস্তানের খাজা নাফি। টুর্নামেন্টের ১১তম আসরে তারা এ রেকর্ড গড়েন।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৭৬ বলে ১২১ রান তুলেন ইমন ও নাফি।

বিপিএলের ইতিহাসে ফাইনালের মঞ্চে উদ্বোধনী জুটিতে এটি সর্বোচ্চ রান। এমনকি বিপিএলের ফাইনালে এর আগে উদ্বোধনী জুটিতে কখনও শতরান হয়নি।

এর আগে বিপিএলের ইতিহাসে ফাইনাল ম্যাচে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান ছিলো ৭৬। গেল বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪৮ বলে ৭৬ রানের জুটি গড়েছিলেন ফরচুন বরিশালের তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ।

সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টির ফাইনালের উদ্বোধনী জুটি ইমন ও নাফির ১২১ রান ষষ্ঠ সর্বোচ্চ। রেকর্ড ১৫৯ রানের জুটির মালিক আইপিএলে চেন্নাই সুপার কিংসের মুরালি বিজয় ও মাইকেল হাসি। ২০১১ সালে আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে রেকর্ড জুটি গড়েছিলেন অস্ট্রেলিয়ার হাসি ও বিজয়।  

বিপিএল ফাইনালে সব উইকেট মিলিয়ে পঞ্চম শতরানের জুটি হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ রানের রেকর্ড জুটি রংপুর রাইডার্সের দুই বিদেশী নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন ম্যাককালাম ও গেইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০