‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল’-এর সেমিফাইনালে আট দল

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫১

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বালক-বালিকা বিভাগে চারটি করে মোট আটটি দল ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল’ টুর্নামেন্টের  সেমিফাইনাল নিশ্চিত করেছে ।

সেমিফাইনাল  নিশ্চিত করা বালিকা বিভাগের দলগুলো হলো-ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বালক বিভাগের দলগুলো হলো-খুলনা জেলার কয়রা উপজেলার দেয়াড়া আন্তা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কক্সবাজার জেলার কুতুদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গতকাল ঢাকার মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের খেলা শুরু হয়।

গতকালের মতো আজও বালক-বালিকা গ্রুপের দু’টি করে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

বালক বিভাগে প্রথম ম্যাচে  ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রংপুর বিভাগের কুড়িগ্রাম সদরের কুড়িগ্রাম ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।

দ্বিতীয় ম্যাচে  চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বরিশাল বিভাগের ভোলা সদরের ব্যাংকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।

বালিকা বিভাগে ম্যাচে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার ঠোলনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।

দ্বিতীয় খেলায় চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে বরিশাল বিভাগের বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার টিটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।

দেশের আটটি বিভাগের চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা দল জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিচ্ছে।

২৪ ও ২৫ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং তৃতীয়স্থান নির্ধারণী খেলা হবে।

২৭ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বালক-বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে এ বছর দেশের ৬৫ হাজার ৩৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বালক-বালিকা দল অংশ নেয়। 

ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় শেষে এখন চলছে জাতীয় পর্যায়ের খেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০