ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বালক-বালিকা বিভাগে চারটি করে মোট আটটি দল ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল’ টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে ।
সেমিফাইনাল নিশ্চিত করা বালিকা বিভাগের দলগুলো হলো-ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বালক বিভাগের দলগুলো হলো-খুলনা জেলার কয়রা উপজেলার দেয়াড়া আন্তা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কক্সবাজার জেলার কুতুদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গতকাল ঢাকার মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের খেলা শুরু হয়।
গতকালের মতো আজও বালক-বালিকা গ্রুপের দু’টি করে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
বালক বিভাগে প্রথম ম্যাচে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রংপুর বিভাগের কুড়িগ্রাম সদরের কুড়িগ্রাম ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।
দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বরিশাল বিভাগের ভোলা সদরের ব্যাংকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।
বালিকা বিভাগে ম্যাচে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার ঠোলনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।
দ্বিতীয় খেলায় চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে বরিশাল বিভাগের বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার টিটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।
দেশের আটটি বিভাগের চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা দল জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিচ্ছে।
২৪ ও ২৫ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং তৃতীয়স্থান নির্ধারণী খেলা হবে।
২৭ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বালক-বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে এ বছর দেশের ৬৫ হাজার ৩৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বালক-বালিকা দল অংশ নেয়।
ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় শেষে এখন চলছে জাতীয় পর্যায়ের খেলা।