খুলনায় ইয়েস কার্ড পেল ৪৪ ক্ষুদে সাঁতারু

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ২০:৩৭

খুলনা, ১৬ জুন ২০২৫ (বাসস) : খুলনায় শেষ হয়েছে সুইমিং ফেডারেশনের প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’।

আজ খুলনা নগরীর সোনাডাঙ্গাস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা থেকে সাঁতারু বাছাই করা হয়। খুলনা বিভাগের এই তিন জেলা থেকে ৪৪ জন সাঁতারুকে বাছাই করেছে সুইমিং ফেডারেশন।

গত ১০ মে শুরু হয় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’। মিরপুরে সুইমিং কমপ্লেক্সে এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়াই ফেডারেশনের উদ্দেশ্য। এই ট্যালেন্ট হান্টে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবে তাদের জন্য সব রকমের সুযোগ সুবিধাই রাখছে সুইমিং ফেডারেশন। খুলনার তারিখ ও ভেন্যু নির্ধারনের পর থেকেই প্রচারে ব্যস্ত সময় পার করে সুইমিং একাডেমি। সুইমিং একাডেমির পরিচালক জিএম রেজাউল ইসলামের প্রচেষ্টায় খুলনাজুড়ে সাড়া ফেলে এ ট্যালন্ট হান্ট। 

সমাপনী অনুষ্ঠানে সোমবার বিকালে উত্তীর্ণ সাঁতারুদের ইয়েস কার্ড প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন নৌবাহিনীর লে: কমান্ডার মো: ফাহিম। তিনি জানান ৯ থেকে ১১ বছর এবং ১২ থেকে ১৫ বছর এই দুই ক্যাটাগরিতে হয়েছে বাছাই প্রক্রিয়া।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের খুলনা বিভাগীয় উপপরিচালক মো: আবুল হোসেন, ভেন্যু প্রতিনিধি জিএম রেজাউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: সাইফুল ইসলাম, সাহনাজ খাতুন, সেরা সাতারুর খোজে বাংলাদেশের খুলনা ভেন্যুর বাছাই কমিটি ও সুইমিং ফেডারেশনের সদস্য মাহাবুবুর রহমান, মো: সোলাইমান, এম এইচ ঢালী, নাজিমুদ্দিন জুলিয়াস, জ্যোতীন্দ্রনাথ বিশ্বাস, জুয়েল আহম্মেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু-কিশোরদের মেধা অন্বেষণের প্ল্যাটফর্ম 'নতুন কুঁড়ি' : তথ্য সচিব
বদরুদ্দীন উমর আমৃত্যু জনগণের স্বার্থে রাজনীতি করে গেছেন : শোকবার্তায় মির্জা ফখরুল
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত আলোচনা শুরু
আসন্ন নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন করেছে বিসিবি
জুলাই যোদ্ধাদের কর্মে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
শিকাগোকে ‘যুদ্ধ বিভাগ’-এর হুমকি দিয়ে দমনপীড়ন বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার শোক
পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
চাঁদপুরে চলতি বছরে পানিতে ডুবে ১৪৮ জনের মৃত্যু 
দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা
১০