শান্তর হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৩৬ রান

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৯ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১১

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৩৬ রান।  চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে  ২৩৬ রান করেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন শান্ত। এছাড়া জাকের আলি ৪৫ ও রিশাদ হোসেন ২৬ রান করেন।

পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৮ ওভারে ৪৫ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও অধিনায়ক শান্ত। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলে ১টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে ২৪ রানে নিউজিল্যান্ড স্পিনার মাইকেল ব্রেসওয়েলের শিকার হন তানজিদ।

তিন নম্বরে নেমে ১টি করে চার-ছক্কা মেরে দ্রুত রান তোলার চেষ্টা করেও বেশি দূর যেতে পারেনি মেহেদি হাসান মিরাজ। ১৪ বলে ১৩ রান করে নিউজিল্যান্ড পেসার উইল ও’রুকের বলে আউট হন মিরাজ।

উইকেটে সেট হবার লক্ষ্যে সাবধানে খেলতে শুরু করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়। কিন্তু এবার আর বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ২৪ বল খেলে মাত্র ৭ রান করে ব্রেসওয়েলের দ্বিতীয় শিকার হন হৃদয়।

৯৭ রানে তৃতীয় ব্যাটার হিসেবে হৃদয় ফেরার পর জোড়া আঘাত সইতে হয় বাংলাদেশকে। দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ২ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৪ রানে ব্রেসওয়েলের শিকার হন। এতে ১১৮ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

চাপে পড়া বাংলাদেশকে লড়াইয়ে ফেরান শান্ত ও জাকের আলি। ষষ্ঠ উইকেটে জাকেরের সাথে ৬৭ বলে ৪৫ রান যোগ করেন শান্ত।

এক প্রান্ত আগলে ৭১ বলে ওয়ানডেতে দশম হাফ-সেঞ্চুরি পূর্ন করেন শান্ত। হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টা করে ৭৭ রানে আউট হন টাইগার দলপতি। ও’রুকের বলে মিড উইকেটে ব্রেসওয়েলকে ক্যাচ দেন ১১০ বল খেলে ৯টি চার মারা শান্ত।

দলীয় ১৬৩ রানে শান্ত ফেরার পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন জাকের, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। সপ্তম উইকেটে রিশাদের সাথে ৩৫ বলে ৩৩ এবং অষ্টম উইকেটে তাসকিনকে নিয়ে ৩০ বলে ৩৫ রানের জুটি গড়েন জাকের।
রিশাদের ২৬ ও তাসকিনের ১০ এবং জাকেরের ৩টি চার ও ১টি ছক্কায় ৫৫ বলে ৪৫ রানে ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।   

বল হাতে নিউজিল্যান্ডের ব্রেসওয়েল ১০ ওভারে ২৬ রানে ৪ উইকেট নেন। এটিই ক্যারিয়ার সেরা বোলিং ব্রেসওয়েলের। এছাড়া ও’রুর্ক ৪৮ রানে ২ উইকেট নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে দুই দিনে ২ হাজার ৭৯৭ মামলা 
আলেম-ওলামাগণ সামাজিক শক্তির উৎস : ধর্ম উপদেষ্টা
১০