ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাতক্ষীরায় ব্যতিক্রমী এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের’ উদ্যোগে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ ও স্থানীয় সংগঠন ‘উত্তরণর’ এর যৌথ আয়োজনে আজ সাতক্ষীরা পিটিআই সংলগ্ন পিএন হাইস্কুল মাঠে এই বিশেষ টুর্নামেন্ট ‘গোল ফর ক্লাইমেট’ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির বাবা বিশিষ্ট ক্রীড়াবিদ খন্দকার আরিফ হাসান প্রিন্স, উত্তরণের কর্মকর্তা এড. মুনীর উদ্দিন, উত্তরণের পিসি মোহাম্মদ আলী এবং সেভ দ্য চিলড্রেনের প্রকল্প সমন্বয়কারী আবু বকর সিদ্দিকী।
ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সভাপতি কর্ণ বিশ্বাস কেডির সভাপতিত্বে ও সহসভাপতি মো, হোসেন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল।
জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে চারটি দল গঠন করা হয়। যার নামকরণ করা হয় সাতক্ষীরা অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন, সিডর, আইলা ও আম্ফান’র নামে। প্রতিটি দলই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রতিকী বার্তা বহন করে।
টুর্নামেন্টের ফাইনালে ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সভাপতি কর্ণ বিশ্বাস কেডির নেতৃত্বাধীন টাইফুন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সহ-সভাপতি মো. হোসেন আলীর আম্ফান দল।
বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে মেডেলের পরিবর্তে গাছের চারা বিতরণ করা হয়।