চ্যাম্পিয়ন্স ট্রফি : বড় জুটির আক্ষেপ শান্তর

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৮
নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে পরাজয়ের কারণ হিসেবে বড় জুটি গড়তে না পারার ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : গতরাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে পরাজয়ের কারণ হিসেবে বড় জুটি গড়তে না পারার ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে এবং নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ দলের।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৩৬ রান করে বাংলাদেশ। এই স্কোর গড়ার পথে কোন বড় জুটি গড়তে পারেনি টাইগাররা। তাই ম্যাচ শেষে শান্ত কন্ঠে হতাশার সুর, ‘বড় জুটির প্রয়োজন ছিল (কিন্তু তা হয়নি)।’

বাংলাদেশ ইনিংসে সর্বোচ্চ ৪৫ রানের দু’টি জুটি হয়েছে। ওপেনার তানজিদ হাসানের সাথে প্রথম উইকেটে ও ষষ্ঠ উইকেটে জাকের আলির সাথে জুটি দু’টি গড়েন শান্ত।

উইকেটে ব্যাটিং সহায়ক হওয়া সত্ত্বেও নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে বড় জুটি গড়তে পারেনি বাংলাদেশ। শান্তর মতে মাঝের ওভারে ভাল ব্যাটিং করতে না পারায় উইকেট পতন হয়েছে।

উইকেট ব্যাটিং ছিল জানিয়ে শান্ত বলেন, ‘এ ম্যাচে আমরা শুরুটা ভাল করেছিলাম। কিন্তু মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি। আমরা ভাল ব্যাটিং করতে পারিনি। উইকেট ব্যাট করার জন্য ভাল ছিল। আমাদের দু’টি বড় জুটির প্রয়োজন ছিল। কিন্তু আমরা তা করতে পারিনি।’

দলের বোলাদের পারফরমেন্সের প্রশংসা করেছন শান্ত। বিশেষভাবে তরুণ পেসার নাহিদ রানার গতি সামলাতে বেগ পেতে হয়েছে নিউজিল্যান্ড ব্যাটারদের। তিনি বলেন, ‘নাহিদ অসাধারণ করেছে। সে যেভাবে বোলিং করেছে তাতে আমি খুশি। গত দুই বছর যাত দলের  বোলিং ইউনিট ভালো করছে।’

আগামী বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে দুই ম্যাচ হেরে বাংলাদেশের মত পাকিস্তানেরও টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে।

সেমিফাইনালের আগেই বিদায় ঘন্টা বাজলেও জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করতে চান শান্ত। তিনি জানান, পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।

শান্ত বলেন, ‘আমি মনে করি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জয় দিয়ে আসর শেষ করতে চাই। ব্যাটিং এবং ফিল্ডিং দল হিসেবে আমাদের আরও উন্নতি করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
১০