আইজিপির সাথে নারী ভলিবল দলের সৌজন্য সাক্ষাত

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৭:৪৯ আপডেট: : ০৮ জুলাই ২০২৫, ১৭:৫৬
ছবি: বাংলাদেশ পুলিশের ফেসবুক পেইজ

ঢাকা, ৮ জুলাই ২০২৫ (বাসস) : বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দলের খেলোয়াড় ও কর্মকর্তারা আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে মহাপরিদর্শক ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বাহারুল আলম বিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আইজিপি পুলিশ নারী ভলিবল দলের কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড় ও কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি নিয়মিত চর্চা এবং অনুশীলনের মাধ্যমে সাফল্যের এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) মোঃ আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি আবু নাছের মোহাম্মদ খালেদ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, এআইজি (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার) শামীমা পারভীন এ সময় উপস্থিত ছিলেন।

সম্প্রতি জাতীয় ভলিবল প্রতিযোগিতায় নারী বিভাগে বাংলাদেশ পুলিশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনালে বাংলাদেশ পুলিশ ৩-০ সেটে বাংলাদেশ আনসারকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে বদলি
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৬০৭ জন গ্রেফতার
১০