ম্যানচেস্টার ডার্বিতে জয়ের হাসি ম্যান সিটির

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২১

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে ম্যানচেস্টার ডার্বিতে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গতরাতে চতুর্থ রাউন্ডের ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে ম্যান সিটি ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৮ মিনিটে এগিয়ে যায় ম্যান সিটি। ফ্রি কিক থেকে জেরেমি ডকুর যোগান থেকে হেডে গোল করেন ফিল ফোডেন। ইংলিশ লিগে ম্যান ইউর বিপক্ষে এটা তার সপ্তম গোল । ম্যানচেস্টার ডার্বিতে ম্যান সিটির হয়ে সবচেয়ে বেশি ৮ গোলের রেকর্ড আছে সার্জিও আগুয়েরোর।

ফোডেনের গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে ম্যান ইউর জালে আরও দু’বার বল পাঠিয়ে সহজ জয় নিশ্চিত করে তারা।

৫৩ মিনিটে ফোডেনের পাস থেকে ডকু  বল পেয়ে তা বাড়িয়ে দেন ডি বক্সে থাকা হাল্যান্ডকে। কোনাকুনি শটে গোল করে ম্যান সিটিকে ২-০ ব্যবধানে  এগিয়ে দেন হালান্ড।

ম্যাচের ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হাল্যান্ড। বের্নার্দো সিলভার পাস থেকে বল পেয়ে ডি বক্সের মধ্যে দারুণ শটে গোল করেন তিনি। চলতি লিগে এ নিয়ে চার ম্যাচে পাঁচ গোল করেছেন হাল্যান্ড।

শেষ পর্যন্ত হাল্যান্ডের জোড়া গোলে ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ম্যান সিটি। এই জয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠেছে তারা। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৬ পয়েন্ট আছে ম্যান সিটির। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে আছে ম্যান ইউ।

দিনের আরেকটি ম্যাচে লিভারপুল ১-০ গোলে হারিয়েছে বার্নলিকে। দ্বিতীয়ার্ধের যোগ করা পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলকে গোল এনে দেন মোহাম্মদ সালাহ।

৪ ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। সমানসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 
জনমত গঠনের লক্ষ্যে ৫ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক 
সীমান্ত পাহারায় বিজিবির সদস্যরা তৎপর ও সতর্ক অবস্থায় রয়েছে : রামু সেক্টর কমান্ডার
নতুন কুঁড়ি প্রতিযোগিতা বাস্তবায়নে রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা 
সারা দেশে ৩ হাজার ৪৭৫ জন নার্স নিয়োগ চূড়ান্ত করে পদায়ন করা হয়েছে : স্বাস্থ্য সচিব
গেটস ফাউন্ডেশনের সহায়তায় ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
সাতক্ষীরায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু
মাইলস্টোন ট্রাজেডি : বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছেন আরও একজন শিক্ষার্থী 
ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
১০