ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ওপেনার তানজিদ হাসানের ঝড়ো হাফসেঞ্চুরিতে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করেছে বাংলাদেশ। ৩১ বলে ৫২ রানে ঝড়ো ইনিংস খেলেন তানজিদ।
আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৪০ বলে ৬৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসান। এর মধ্যে আফগানিস্তান পেসার ফজলহক ফারুকির করা ইনিংসের তৃতীয় ওভারে ৪টি চারে ১৬ রান নেন তানজিদ।
আফগানিস্তান স্পিনার এএম গাজানফারের করা পাওয়ার প্লের শেষ ওভারে ২টি ছক্কায় ১৯ রান তুলে বাংলাদেশের রান ৫০এ নেন তানজিদ।
পরের ওভারে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙ্গেন আফগানিস্তান স্পিনার রশিদ খান। ২টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৩০ রান করা সাইফকে বোল্ড করেন রশিদ।
তিন নম্বরে নেমে ৯ রানের বেশি করতে পারেননি অধিনায়ক লিটন দাস। দলীয় ৮৭ রানে লিটন ফেরার পর টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি তুলে নেন তানজিদ। ২৮ বলে অর্ধশতক পূর্ণ করে স্পিনার নূর আহমাদের শিকার হয়ে ৫২ রানে থামেন তিনি। ৩১ বলের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি মারেন তানজিদ।
তানজিদের বিদায়ে ক্রিজে এসে ২টি চারে শুরু করেও ১১ বলে ১১ রানের বেশি করতে পারেননি শামীম হোসেন। রশিদের দ্বিতীয় শিকার হয়ে লেগ বিফোর আউট হন শামীম। তানজিদ-শামীমের বিদায়ের মাঝেও অন্য প্রান্তে রানের চাকা সচল রেখেছিলেন তাওহিদ হৃদয়। এতে ১৮ ওভারেই ১৩৯ রানে পৌঁছে যায় বাংলাদেশ।
১৯তম ওভারে পেসার আজমতুল্লাহ ওমরজাইর প্রথম ডেলিভারিতে সাজঘরের পথ ধরেন ১টি করে চার-ছক্কায় ২০ বলে ২৬ রান করা হৃদয়। এরপর ইনিংসের শেষ ১১ বলে ২টি চারে ১৫ রান যোগ করেন জাকের আলি ও নুুরুল হাসান। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান পায় বাংলাদেশ। এবারের এশিয়া কাপে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ।
জাকের ১৩ বলে ১টি চারে ১২ এবং নুরুল ২ চারে ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের দুই স্পিনার রশিদ ২৬ রানে এবং নূর ২৩ রানে ২টি করে উইকেট নেন।