ফেডারেশন কাপ গলফে নারী বিভাগে চ্যাম্পিয়ন কুর্মিটোলা, জুনিয়রে আর্মি গলফ ক্লাব

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৩

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ‘হোম অব গলফ’ কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত নবম ডিএফসিএইচ ফেডারেশন কাপ গলফ চ্যাম্পিয়নশীপ-২০২৫ এ নারী বিভাড়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক কুর্মিটোলা গলফ ক্লাব (টিম বি)। জুনিয়রে কুর্মিটোলাকে হারিয়ে শিরোপা জিতেছে আর্মি গলফ ক্লাব।

নারীদের প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে আর্মি গলফ ক্লাব (টিম এ) ও তৃতীয় হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব (টিম এ)।  চ্যাম্পিয়ন কুর্মিটোলা গলফ ক্লাবের ‘বি’ দলের হয়ে খেলেছেন জিন সুক উন ও জাইমা বিনতে হোসাইন। তাদের মোট স্কোর ১৫১।

জুনিয়র বিভাগে রানার্সআপ হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব (টিম এ), তৃতীয় হয়েছে আর্মি গলফ ক্লাব (টিম বি)। 

জুনিয়রে চ্যাম্পিয়ন আর্মি গলফ ক্লাবের হয়ে অংশ নিয়েছেন মাস্টার সৈয়দ মাহদী মহাবীর ও মাস্টার ইহান ইউসুফ। তাদের মোট স্কোর ১৩৮।

জুনিয়র গলফারদের মধ্যে এককভাবে চ্যাম্পিয়ন (গ্রস) হয়েছেন কুর্মিটোলা গলফ ক্লাবের এস এম সামীর হোসাইন। তিনি পারের চেয়ে ৩ শট বেশি খেলেছেন।

প্রতিযোগিতা শেষে সামীর বলেন, ‘আমি নিজের সেরাটা দিতে পারিনি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছিলাম না। বেশ কয়েকটা বগী করতে হয়েছে। তবে আবহাওয়া ভালো হলে আমি আরও ভালো করতে পারতাম। তারপরও এমন দিনে পারের চেয়ে মাত্র ৩ ওভার খেলতে পারাটাও অনেক ভালো। এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই ফলাফলে আমি বেশ খুশি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
১০