মুস্তাফিজের প্রয়োজন ৪ উইকেট

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৬

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আর মাত্র ৪ উইকেট পেলেই টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।

বর্তমানে ১১৬ ম্যাচের ১১৫ ইনিংসে ১৪৬ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন মুস্তাফিজ। ১২৯ ম্যাচের ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট নিয়ে এখনও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ শিকারি সাকিব আল হাসান।  তাকে পেছনে ফেলতে আর ৪ উইকেট প্রয়োজন এ পেসারের।

আগামীকাল শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে চলমান এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করবে বাংলাদেশ। লংকানদের বিপক্ষেই সাকিবকে ছাড়িয়ে যাবার সুযোগ থাকছে মুস্তাফিজের। কারণ শ্রীলংকা বিপক্ষে পারফরমেন্সে ধারাবাহিকতা আছে তার। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট শ্রীলংকার বিপক্ষেই নিয়েছেন তিনি। এজন্য ১৬ ম্যাচ খেলেছেন ফিজ। ১৫ ম্যাচে সর্বোচ্চ ২৭ উইকেট জিম্বাবুয়ের বিপক্ষে শিকার করেছেন এই বাঁ-হাতি পেসার।

এছাড়া সম্প্রতি বল হাতেও দারুণ ফর্মে আছেন মুস্তাফিজ। এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৮ রানে ৩ উইকেট শিকার করেন ফিজ। ম্যাচটি ৮ রানে জিতে সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ।

গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হওয়া ম্যাচে ৩৫ রানে ১ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
১০