শীর্ষে যেতে লিটনের প্রয়োজন ১৯ রান

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী হতে ১৯ রান দরকার লিটন দাসের।

আগামীকাল থেকে চলমান এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু হতে যাচ্ছে। সুপার ফোর পর্বে তিন ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তার আগে অনন্য এক রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আর মাত্র ১৯ রান করলেই অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হবেন লিটন।

সুপার ফোরের প্রথম দিনই শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক সাকিব। ২০০৬ সালে অভিষেক হওয়ার পর ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ২৩ দশমিক ১৯ গড় এবং ১২১ দশমিক ১৮ স্ট্রাইক রেটে ২ হাজার ৫৫১ রান করেছেন তিনি।

এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন লিটন। এখন পর্যন্ত ১১৩ ম্যাচের ১১১ ইনিংসে ২ হাজার ৫২৪ রান করেছেন তিনি। ২০১৫ সালে টি-টোয়েন্টি অভিষেক হওয়া লিটনের গড় ২৩ দশমিক ৮৯ এবং স্ট্রাইক রেট ১২৬ দশমিক ৪৬।

সাকিবকে টপকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হতে এখন ১৯ রান প্রয়োজন লিটনের।

চলতি এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৫৯ রানের ইনিংসের পর শেষ দুই ম্যাচে শ্রীলংকা ও আফগানিস্তানে বিপক্ষে যথাক্রমে- ২৮ ও ৯ রান করেন লিটন।

সম্প্রতি সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির মালিক হন লিটন। সাকিবের ১৩ হাফ-সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন তিনি। বর্তমানে বাংলাদেশ অধিনায়ক লিটনের অর্ধশতক ১৫টি।

এছাড়াও চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হন লিটন। এক্ষেত্রে সাবেক ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদকে পেছনে ফেলেন তিনি। ১৪১ ম্যাচে মাহমুদুল্লাহর ছক্কা ৭৭টি। ১১৩ ম্যাচে লিটন ছক্কা মেরেছেন ৭৮টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপি তার লক্ষ্য নিয়েই এগোবে : নাহিদ ইসলাম
বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল শুরু
ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর পদ পেলেন তামিম
জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল ঠেকাতে ‘ন্যায্য’ প্রস্তাব দিয়েছে ইরান
বাংলামোটরে মিছিল : আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান কারাগারে
'রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫' খসড়ার ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
সাংবাদিক শিবলী স্মরণে উত্তরা প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সম্পন্ন
রাজশাহীতে জেএফএ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ খেলা অনুষ্ঠিত
১০