ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে সাকিব আল হাসানের পাশে বসলেন মুস্তাফিজুর রহমান।
আজ এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সাকিবের রেকর্ড স্পর্শ করেন পেসার মুস্তাফিজ। টি-টোয়েন্টিতে দু’জনেরই এখন সমান ১৪৯টি করে উইকেট আছে।
শ্রীলংকার বিপক্ষে খেলতে নামার আগে মুস্তাফিজের উইকেট সংখ্যা ছিল ১৪৬। লংকানদের বিপক্ষে ম্যাচে ৩ উইকেট নিয়ে ১১৭ ম্যাচের ১১৬তম ইনিংসেই সাকিবকে ছুঁলেন ফিজ। ১২ ম্যাচ ও ১০ ইনিংস কম খেলেই সাকিবের পাশে বসলেন তিনি। ১২৯ ম্যাচের ১২৬ ইনিংস বল করে ১৪৯ উইকেট নিয়েছেন বাঁ-হাতি স্পিনার সাকিব।